হিলিতে নানা কর্মসূচির মধ্য দিয়ে আওয়ামীলীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

- আপডেট সময় : ১০:১৯:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুন ২০২৩
- / ১১৫৫ বার পড়া হয়েছে

মোঃ রাকিব হাসান ডালিম, হাকিমপুর (হিলি) প্রতিনিধি
নানা আয়োজনের মধ্যে দিয়ে দিনাজপুরের হিলিতে আওয়ামীলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
আজ বুধবার সকালে হাকিমপুর উপজেলা ও পৌর আওয়ামীলীগের আয়োজনে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুভ সূচনা করা হয়। এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পণ করে।
এসময় সেখানে উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোফাজ্জল হোসেন,সহ-সভাপতি সোহরাব হোসেন মল্লিক প্রতাব,সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন,পৌর আওয়ামীলীগের সভাপতি ও মেয়র জামিল হোসেন চলন্ত,সাধারণ সম্পাদক নাসিম আহম্মেদ টুকু,উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি কাহের আলী,সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম,পৌর সেচ্ছাসেবকলীগের সভাপতি আতাউর রহমান কাজল পৌর কৃষকলীগের সাধারণ সম্পাদক রাকিব হাসান ডালিমসহ স্থানীয় আওয়ামীলীগের সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও বিকেল ৫ টায় হাকিমপুর মহিলা ডিগ্রি কলেজ প্রাঙ্গণ থেকে এমপি শিবলী সাদিকের নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালি বের হবে। পরে কলেজ প্রাঙ্গণে আলোচনা সভার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখবেন এমপি শিবলী সাদিক।