হিলিতে পানি ও সেলাইন বিতরণ করলেন শুভসংঘের বন্ধুরা
- আপডেট সময় : ০৬:৪৯:৫২ অপরাহ্ন, বুধবার, ৭ জুন ২০২৩
- / ৫৭৩ বার পড়া হয়েছে
মোঃ রাকিব হাসান ডালিম, হাকিমপুর (হিলি) প্রতিনিধিঃ
শ্রমজীবী মানুষের তৃষ্ণা মিটাতে দিনাজপুরের হাকিমপুর হিলিতে ভ্যান,রিকশা ও পথচারীদের মাঝে পানি ও সেলাইন বিতরণ করছেন উপজেলা শাখার কালের কণ্ঠ শুভসংঘের সদস্যরা।
বুধবার দুপুরে কালের কণ্ঠ শুভসংঘের হাকিমপুর উপজেলা শাখার উদ্যোগে হিলি চার মাথা মোড়ে শতাধিক ভ্যান,রিকশা ও পথচারীদের মাঝে এসব বিতরণ করা হয়।
এসময় সেখানে কালের কণ্ঠ শুভসংঘ হাকিমপুর উপজেলা শাখার উপদেষ্টা, কালের কণ্ঠের হিলি প্রতিনিধি ও সাপ্তাহিক হিলিবার্তার প্রকাশক গোলাম মোস্তাফিজার রহমান মিলন,সাপ্তাহিক হিলিবার্তার স্টাফ রিপোর্টার মোস্তাকিম হোসেন,কণ্ঠ শুভসংঘ হাকিমপুর উপজেলা শাখার সভাপতি ফিরোজ কবির, কালের কণ্ঠ শুভসংঘ হাকিমপুর উপজেলা শাখার সহ-সভাপতি মুনিরা আক্তার,সহ-সভাপতি আমেনা আক্তার,যুগ্ন সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন,কোষাধ্যক্ষ সুমি আক্তার, কম ও পরিকল্পনা আনিশা আক্ত, নুর ও সুমাইয়া আক্তার,শুভ রায়সহ অনেকেই।
ভ্যানচালক দুলাল বলেন,কয়েকদিন ধরে প্রচন্ড গরম পড়েছে।গরমের কারণে ভ্যান চালানো যাচ্ছে না।একটি ক্ষেপ নিয়ে গেলে এসে আবার পানি খাচ্ছি। আজ আপনরা আমাকে পানি ও সেলাইন দিলেন আপনাদেরও আল্লাহপাক ভালো রাখুক।