হিলিতে প্রধানমন্ত্রীর জমি ও গৃহ প্রদান অনুষ্ঠানের শুভ উদ্বোধন উপলক্ষে প্রেস ব্রিফিং

- আপডেট সময় : ০৭:১০:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০২৩
- / ৯৮৪ বার পড়া হয়েছে

মোঃ রাকিব হাসান ডালিম, হাকিমপুর (হিলি) প্রতিনিধি:
আশ্রয়ণ প্রকল্পের আওতায় দ্বিতীয় ধাপের চতুর্থ পর্যায়ে আগামীকাল বুধবার জমি ও গৃহ প্রদান অনুষ্ঠানের শুভ উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টায় উপজেলা পরিষদের হলরুমে স্থানীয় সাংবাদিকদের নিয়ে প্রেস ব্রিফিং করেছেন হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত রায়।
এসময় হাকিমপুর উপজেলা সহকারী কমিশনার মোকলেদা খাতুন মীম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) নুরুন্নবী সরকার উপস্থিত ছিলেন।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, এবারে আশ্রয়ণ প্রকল্পের আওতায় এ উপজেলায় ৩০ টি ঘর উপকারভোগীদের মাঝে হস্তান্তর করা হবে। সেই সাথে এ উপজেলাকে ‘ক’ শ্রেণীর ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হবে। এই ঘোষণার পরেও প্রকৃতিক দূর্যোগের কারণে কেউ যদি গৃহহীন ও ভূমিহীন হন চাহিদা প্রদানের মাধ্যমে তাদের আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় আনা হবে।