হিলিতে ফ্যামেলি কার্ডের মাধ্যমে টিসিবি পণ্য বিক্রি কার্যক্রম শুরু

- আপডেট সময় : ০৮:১৪:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০২৩
- / ৩২৬ বার পড়া হয়েছে

রাকিব হাসান ডালিম, হাকিমপুর হিলি প্রতিনিধি:
দিনাজপুরের সীমান্তবর্তী হাকিমপুর হিলি উপজেলায় দশ হাজার পাঁচশত একাত্তর জন স্বল্প আয়ের মানুষের মাঝে ১৭ তম বারে অক্টোবর মাসের স্বল্প মূল্যে ফ্যামেলি কার্ডের মাধ্যমে টিসিবি পণ্য বিক্রি কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। স্বল্প মূল্য এইসব টিসিবির পণ্য পেয়ে খুশি নিম্ন আয়ের মানুষ। তবে পণ্যের পরিধি বাড়ার দাবি সাধারণ মানুষের।
বুধবার (২৫ অক্টোবর) হাকিমপুর পৌর সভার (১,২,৬) ওয়ার্ড এর জন্য হিলি স্থলবন্দরের চারমাথা মাইক্রো স্ট্যান্ডে টিসিবি পণ্য বিক্রির শুভ উদ্বোধন করেন তদারকি অফিসার উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মাহেবুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, হাকিমপুর পৌর আ’লীগের সহ-সভাপতি শাহ আলম প্রধান, টিসিবি পণ্য বিক্রয় ডিলার আলম হোসেনসহ বিক্রয় কর্মীরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনির্দেশনায় উপজেলার তিনটি ইউনিয়ন ও একটি পৌরসভায় ১০ হাজার ৫শ ৭১ জন স্বল্প আয়ের মানুষের (ফ্যামেলি কার্ডধারী) মাঝে অক্টোবর মাসের ২ কেজি মসুর ডাল, ২ লিটার সোয়াবিন তেল ৫ কেজি চালসহ একটি প্যাকেজ ৪৭০ টাকা দিয়ে বিক্রি করা হচ্ছে। আজ হাকিমপুর হিলি পৌর সভার ১,২,৬ নং ওয়ার্ড এর ৮৫৫ জন ফ্যামিলি কার্ডধারীদের মাঝে স্বল্প মূল্য এসব টিসিবি পণ্য বিতরণ শুরু করা। আগামী তিন দিনে পর্যায়ক্রমে পৌরসভার ৯টি ওয়ার্ডে টিসিবি পণ্য বিতরণ করা হবে।
তিনি আরও বলেন, আজকে উপজেলার খট্রামাধবপাড়া ইউনিয়ন একটি পয়েন্টে তিনটি ওয়ার্ড এবং আলিহাট ইউনিয়নে ফ্যামিলি কার্ডধারীদের মাঝে স্বল্প মূল্য টিসিবি পণ্য বিক্রয় শুরু করা হয়েছে।