হিলিতে মসজিদের উন্নয়ন কাজে নগদ অর্থ প্রদান করলেন শিবলী সাদিক এমপি
- আপডেট সময় : ০৪:২২:১৭ অপরাহ্ন, শনিবার, ২৫ মে ২০২৪
- / ৩৪৪ বার পড়া হয়েছে
মোঃ রাকিব হাসান ডালিম, হাকিমপুর (হিলি) প্রতিনিধি
দিনাজপুরের হাকিমপুর হিলি উপজেলার ইসমাইলপুর জামে মসজিদের উন্নয়ন কাজের জন্য নগদ অর্থ প্রদান করা হয়েছে।
শুক্রবার (২৪ মে) বিকেল পাঁচটায় পৌর শহরের ৭ নং ওয়ার্ড এর ইসমাইলপুর জামে মসজিদে আসর এর নামাজ আদায় শেষে মুসলিদের সাথে মতবিনিময় ও নগদ অর্থ প্রদান করেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক।
এসময় সংসদ সদস্য শিবলী সাদিক মসজিদের উন্নয়নের জন্য ব্যক্তিগত তহবিল হতে মসজিদ কমিটির সভাপতি ও সম্পাদকের হাতে এক লক্ষ টাকা প্রদান করেন এবং পরবর্তীতে মসজিদের উন্নয়ন কল্পে আরও সহযোগীতা করবেন বলে মসজিদ কমিটির নেতৃবৃন্দকে আশ্বস্ত করেন।
এরপর সংসদ সদস্য শিবলী সাদিক দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে বাংলাহিলি কেন্দ্রীয় কবরস্থানে এসে কবরস্থানের বিভিন্ন উন্নয়ন মূলক কাজ পরিদর্শন করেন এবং আগামীতে উন্নয়ন কাজের জন্য সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হারুন উর রশিদ হারুন, পৌর আ’লীগের সভাপতি ও মেয়র জামিল হোসেন চলন্ত, উপজেলা আ’লীগের সহ-সভাপতি শাহেদ মল্লিক বাবু, প্রচার সম্পাদক এনামুল হক, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এমদাদুল মল্লিক টগর, ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলম, পৌর কৃষকলীগের সাধারণ সম্পাদক রাকিব হাসান ডালিম, হাকিমপুর সরকারি কলেজ শাখার সভাপতি রিয়াদ হোসেন, সাধারণ সম্পাদক মুহিত আহমেদ, ছাত্র নেতা সোহাগ মন্ডল, মারুফ হোসেনসহ স্থানীয় আ’লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অনেকে উপস্থিত ছিলেন।