হিলিতে ১৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
- আপডেট সময় : ০৬:৪৩:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৯ অগাস্ট ২০২৩
- / ১০১৪ বার পড়া হয়েছে
মোঃ রাকিব হাসান ডালিম, হাকিমপুর হিলি প্রতিনিধিঃ
দিনাজপুরের হিলিতে ২০২৩ সালের এসএসসি ও সমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১১ টায় উপজেলার ফেরদৌস আলী খান মডেল স্কুল এন্ড কলেজের আয়োজনে এ সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়। সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলার ১৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের ১০২ জন জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ক্রেস্ট ও প্রাইজ বন্ড বিতরণ করা হয়।
কলেজটির অধ্যক্ষ টিআই সরকারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অবসর প্রাপ্ত ব্রিগেডিয়ার মাসুদ আলী খান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাকিমপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হারুন উর রশিদ হারন, ভাই চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন,ওসি আবু সায়েম মিয়া, কলেজটির প্রতিষ্ঠাতা ফেরদৌস আলী খান,ভাইস প্রিন্সিপাল শামসুল হুদা খানসহ শিক্ষক/শিক্ষিকা, অভিভাবক,শিক্ষার্থী উপস্থিত ছিলেন।