হিলিতে ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন
- আপডেট সময় : ০৬:২৩:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৪ জানুয়ারী ২০২৪
- / ৩৫৯ বার পড়া হয়েছে
মোঃ রাকিব হাসান ডালিম হাকিমপুর ( দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের হাকিমপুর হিলিতে ‘বিজ্ঞান ও প্রযুক্তি নৈতিকতা: এক সুত্রে গাঁথা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দুই দিন ব্যাপি ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা-২০২৩ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৪ জানুয়ারি) সকাল এগারোটায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ এর হলরুমে আলোচনা সভা শেষে মেলার উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হারুন উর রশিদ হারুন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লায়লা ইয়াসমিন, ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহীন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সামছল আলম, থানার পুলিশ পরিদর্শক(ওসি তদন্ত) জাহাঙ্গীর আলম, পল্লী উন্নয়ন অফিসার গোলাম রব্বানী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বুলু প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার শিক্ষা সাখাওয়াত হোসেন।
আলোচনা সভা শেষে অতিথি বৃন্দ মেলায় আগত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদে বিজ্ঞানীদের প্রদর্শিত ষ্টলগুলো পরিদর্শন করেন এবং তাদের সাথে বিভিন্ন বিষয়ে কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় জানান, জাতীয় সংসদ নির্বাচনের কারণে আমাদের মেলার উদ্বোধন বিলম্বিত হয়েছে। দুইদিন ব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদে বিজ্ঞানিরা তাদের নতুন উদ্ভাবনী বিষয় নিয়ে ১৭টি ষ্টলের মাধ্যমে তাদের নতুন উদ্ভাবনী বিষয়গুলো প্রদর্শনের ব্যবস্থা করেছে। দুই দিন ব্যাপি প্রদর্শন শেষে সেরা ক্ষুদে বিজ্ঞানীদের পুরস্কৃত করা হবে। আগামী দিনে এই ক্ষুদে শিক্ষার্থীরা তাদের জ্ঞান ও চিন্তা চেতনাকে কাজে লাগিয়ে নতুন কিছু আবিস্কার করতে পারবে বলে আশা করছি।
এছাড়াও জাতীয় বিজ্ঞান মেলা উপলক্ষে পরিষদ চত্বরে দুইটি গ্রুপে শিক্ষার্থীদের ১০০ নাম্বারে এমসি কিউ পরীক্ষা উর্ত্তীন ছাত্র ছাত্রীদের আগামীকাল সমাপনী দিনে পুরস্কৃত করা হবে বলে জানান তিনি।