হিলি সীমান্তের শূণ্যরেখায় রাখি উৎসব

- আপডেট সময় : ০৭:৫৮:৪৫ অপরাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০২৩
- / ১২৯৮ বার পড়া হয়েছে

মোঃ রাকিব হাসান ডালিম, হাকিমপুর হিলি প্রতিনিধিঃ
দিনাজপুরের হিলি সীমান্তের শূণ্যরেখায় ভারতের রোটারী অফ ক্লাব বালুরঘাটের একটি দল রাখি বন্ধনের আয়োজন করেন। এসময় দুই দেশের সীমান্ত রক্ষীবাহিনী বিজিবি ও বিএসএফ সহ বন্দর ব্যবসায়ীদের হাতে রাখি পড়িয়ে মিষ্টি দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন তারা।
বুধবার (৩০ আগস্ট) বিকেল ৫টায় সীমান্তে রোটারী অফ ক্লাব কালুরঘাটের সভাপতি উত্তম আগরওয়ালা ও সাধারণ সম্পাদক শুভজিৎ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল এসে পৌঁছায়।
এসময় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি-বিএসএফ সহ হিলি বন্দর ব্যবসায়ীদের হাতে রাখি পড়িয়ে মিষ্টি দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন তারা।
রোটারী অফ ক্লাব বালুরঘাটের সভাপতি উত্তম আগরওয়ালা বলেন, রাখি বন্ধন আমাদের ভারতের একটি ঐতিহ্যবাহী উৎসব। ভ্রাতৃত্ববোধ বৃদ্ধির লক্ষ্যে আজ আমরা বালুরঘাট থেকে হিলি সীমান্তে এসেছি। উভয় দেশের মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে সীমান্তে রাখি বন্ধন অনুষ্ঠানের আয়োজন করেছি। আমরা বিজিবি সদস্যদের হাতে রাখি পড়িয়ে দিয়েছি। হিলি বন্দর ব্যবসায়ীদের হাতে রাখি পড়িয়ে তাদের মিষ্টি দিয়ে শুভেচ্ছা বিনিময় করেছি। পাশাপাশি ভারত সীমান্ত রক্ষীবাহিনী বিএমএফ সদস্যদেরও রাখি পড়িয়ে মিষ্টি দিয়েছি। আমরা আশা করছি প্রতি বছর দুই দেশের মধ্যে সৌহার্দ্যপণ্য সম্পর্ক সুদৃঢ় করতে এই আয়োজন অব্যাহত থাকবে।