হিলি সীমান্তে বিএসএফকে মিষ্টি উপহার দিলো বিজিবি
- আপডেট সময় : ০৭:৪০:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জুন ২০২৩
- / ৮১২ বার পড়া হয়েছে
মোঃ রাকিব হাসান ডালিম, হাকিমপুর (হিলি) প্রতিনিধি
মুসলমানদের পবিত্র ঈদ উল আযহার আনন্দ ভাগাভাগি করে নিতে দিনাজপুরের হিলি সীমান্তে বিজিবি-বিএসএফ’র মিষ্টি উপহার দিয়ে দুই দেশের সীমান্ত রক্ষিবাহিনীর সদস্যদের মধ্য শুভেচ্ছা বিনিময়।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১০ টায় সীমান্তের ২৮৫ নম্বর মেইন পিলারের ১১ নম্বর সাব-পিলার সংলগ্ন চেকপোস্ট গেটের শুন্য রেখায় দুই বাহিনীর মাঝে এই শুভেচ্ছা বিনিময় হয়।
৬১ ব্যাটালিয়নের ভারত হিলি ক্যাম্পের কোম্পানি কমান্ডার রমেশ সিং এর হাতে চার প্যাকেট মিষ্টি তুলে দেন বাংলাহিলি সিপি ক্যাম্প কমান্ডার সুবেদার ইয়াছিন আলী।এসময় ভারতের বিএসএফ সদস্যরা এক প্যাকেট মিষ্টি উপহার দেন। সেখানে দুই দেশের সীমান্ত রক্ষিবাহিনীর নারী ও পুরুষ সদস্যরা উপস্থিত ছিলেন।
হিলি সিপি ক্যাম্প কমান্ডার সুবেদার ইয়াছিন আলী বলেন, দুই দেশের সীমান্ত রক্ষিবাহিনী সদস্যদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধির লক্ষে আমরা প্রতিটি দিবসে উভয়ে মিষ্টি উপহার দিয়ে থাকি। আজকেও ঈদ উল আযহা উপলক্ষে তাদের চার প্যাকেট মিষ্টি উপহার দিয়েছি পাশাপাশি তারাও এক প্যাকেট মিষ্টি দিয়ে শুভেচ্ছা বিনিময় করছেন।