সংবাদ শিরোনাম ::
হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু
নিউজ ডেস্ক
- আপডেট সময় : ০৫:১৬:৩৮ অপরাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০২৩
- / ৩৬১ বার পড়া হয়েছে
মোঃ রাকিব হাসান ডালিম
হাকিমপুর (হিলি) প্রতিনিধি
পবিত্র আশুরা উপলক্ষে একদিন বন্ধের পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। তবে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিলো।
আজ রোববার সকাল সাড়ে ১০ টায় বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাহিলি সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত।
তিনি বলেন,শনিবার মুসলমানদের ধর্মীয় উৎসব পবিত্র আশুরা উপলক্ষে সরকারি ছুটি থাকায় এই বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ ছিলো। আজ রোববার থেকে দুই দেশের মাঝে আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হয়েছে।
এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আশরাফুল ইসলাম জানান,হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের মাঝে পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক ছিলো।