হেলিকপ্টারে বউ এনে মায়ের স্বপ্ন পূরণ করলেন ইঞ্জিনের সামিউল্লাহ
- আপডেট সময় : ১০:৩৮:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩
- / ৩৫৩ বার পড়া হয়েছে
একে আজাদ, রাণীশংকৈল প্রতিনিধি
কয়েক বছর আগে হেলিকপ্টারে পুত্রবধু আনার একটি ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে পিতার শখ জাগে তিনিও তার ছেলেকে বিয়ে দিয়ে হেলিকপ্টারে ছেলের বউ ঘরে আনবেন।
অবশেষে সেই স্বপ্ন পূরণ করতে হেলিকপ্টারে চড়ে বিয়ে করে বাড়িতে বউ এনে পিতা-মাতার স্বপ্ন পূরণ করলেন ঠাকুরগাঁওয়ের মেরিন ইঞ্জিনিয়ার স্বপ্ন সামিউল্লাহ। শনিবার (২৩ সেপ্টেম্বর ) বিকেলে হেলিকপ্টারে রাণীশংকৈল উপজেলার নেকমরদ ভবানন্দপুর গ্রামে নিজ বাড়িতে ছেলের বউ নিয়ে আসেন ছেলে স্বপ্ন সামিউল্লাহ। শরিফ হাসানের ৪ সন্তানের মধ্যে তৃতীয় সন্তান স্বপ্ন সামিউল্লাহ । পেশায় একজন মেরিন ইঞ্জিনিয়ার। তিনি সিঙ্গাপুরে থাকা অবস্থায় ভিডিও কলে সামাজিক নীতি মেনে ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ থেকে সদ্য ফাইনাল পরীক্ষা শেষ করা মুমতারিন নাজনীন সুইটির সাথে বিয়ের বন্ধনে আবদ্ধ হন তারা। দেশে এসে বাবা মায়ের সেই শখ পূরণে আনুষ্ঠানিক ভাবে প্রথমে ঢাকা থেকে পাবনা শশুরবাড়ী সেখান থেকে নিজ বাড়িতে হেলিকপ্টারে চড়ে আসেন নবদম্পত্তি। এ সময় আশপাশের কয়েক গ্রামের হাজারো মানুষ নেকমরদের স্কুল মাঠে জড় হয় এ দৃশ্য দেখতে।
স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেন বলেন, গ্রামের মানুষ এত কাছে থেকে কোনদিন হেলিকপ্টার দেখতে পায়নি। স্বপ্ন সামিউল্লাহ’র বিবাহ উপলক্ষে হেলিকপ্টার গ্রামে আসায় গ্রামবাসী আনন্দিত ও গর্বিত।
বরের বড় বোন সুমি বলেন, তার ছোট ভাই বাবা—মায়ের স্বপ্ন পূরণ করার জন্য হেলিকপ্টার করে বউ নিয়ে গ্রামে এসে এতে একদিকে ছোট ভাই বাবা মায়ের স্বপ্নটা পূরণ করেছে।
নববধূ মুমতারিন নাজনীন সুইটি বলেন, তার স্বামী আজ বাবা—মায়ের স্বপ্ন পূরণ করেছে। পাশাপাশি অনেক ভালো লাগছে নতুন এক অভিজ্ঞতায়। গ্রামবাসী আমাদের বরণ করে নেওয়া টাও অনেক উপভোগ করেছি আমরা।
স্বপ্ন সামিউল্লাহ বলেন, আমরা ৪ ভাই বোন। ভাই বোনের মধ্যে আমি তৃতীয়। ছেলে হিসেবে বাবা মায়ের শখ পূরণ করতে পেরে আমি আনন্দিত।
সামিউল্লাহর পিতা শরিফ হাসান বলেন, এক সময় পরিবারের মাঝে আমরা আলোচনা করতাম এক ছেলের বউ হেলিকপ্টারে বাড়িতে আনবো। সে কথা মনে রেখে ছেলে বাড়িতে হেলিকপ্টারে বউ এনেছে। মনে খুব শান্তি পেয়েছি। আর কোন শখ বাকি নাই।