হোটেলে খেতে গিয়ে দায়িত্ব হারালেন প্রিজাইডিং কর্মকর্তা
- আপডেট সময় : ০৫:০৫:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০২৪
- / ৩৩১ বার পড়া হয়েছে
মোঃ আবুল কালাম আজাদ, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ে ভোটকেন্দ্রের বাইরে হোটেলে রাতের খাবার খেতে গিয়ে দায়িত্ব থেকে এক প্রিজাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে।
ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার বালিয়া ইউনিয়নের কুমারপুর উচ্চ বিদ্যালয় এর ভোট কেন্দ্রের দায়িত্বরত প্রিজাইডিং কর্মকর্তা মাজাহার ইবনে মোবারককে তার হোটেলে খেতে গিয়ে দায়িত্ব হারালেন প্রিজাইডিং কর্মকর্তা।
প্রত্যাহার মাজহার ইবনে মোবারক জেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরে সহকারী প্রকৌশলী হিসাবে কর্মরত রয়েছেন।
প্রত্যাহার হওয়া প্রিজাইডিং কর্মকর্তা মাজহার ইবনে মোবারক বলেন, আমি রাতের খাবার খেতে বাইরে হোটেলে গিয়েছিলাম। সেসময় জেলা প্রশাসক ও পুলিশ সুপার মহোদয় এসেছেন। এটি আমার জানা ছিল না।
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন (২য় ধাপ) রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সোলেমান আলী বলেন, নিয়ম না মেনে তিনি কেন্দ্রের বাইরে যাওয়ায় তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। সেখানে নতুন এক প্রিজাইডিং কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।