১৫’শ মোটরসাইকেল নিয়ে হিলিতে জাতীয় শোক দিবসের শোকসভায় নেতাকর্মীর যোগদান

- আপডেট সময় : ০৯:৩৪:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০২৩
- / ১৪২০ বার পড়া হয়েছে

মোঃ রাকিব হাসান ডালিম, হাকিমপুর হিলি প্রতিনিধি
দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে ও ১৫’শ মোটরসাইকেল নিয়ে শোডাউন শেষে দিনাজপুরের হিলিতে বঙ্গবন্ধুর ৪৮ তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবসের শোকসভায় যোগ দিলেন উপজেলা, পৌর ও ইউনিয়ন আ’লীগের নেতাকর্মিরা।
মঙ্গলবার (১৫ আগষ্ট) বিকেল ৫ টায় হাকিমপুর উপজেলা আওয়ামীলীগের আয়োজনে হিলি চারমাথা থেকে এক বিশাল মোটরসাইকেল শোডাউন হিলি এলএসডি গোডাউন মোড়ে জমা হয়। পরে বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এলএসডি গোডাউন মোড়ে এসে শেষে হয়।
পরে জাতীয় শোক দিবস উদযাপন কমিটির আহবায়ক শাহেদ মল্লিক বাবু এর সভাপতিত্বে শোকসভায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান হারুন-উর-রশিদ, সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন, উদযাপন কমিটির সদস্য সচিব মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, সহ-সভাপতি সোহরাব হোসেন, আশরাফ আলী, আব্দুল লতিফ মাষ্টার, পৌর আ’লীগের সভাপতি ও মেয়র জামিল হোসেন চলন্ত, সাধারণ সম্পাদক নাসিম আহম্মেদ টুকু, উপজেলা কৃষকলীগের সভাপতি শ্রী জনার্ধন চন্দ্র রায় , সাধারণ সম্পাদক মহাসিন আলী,উপজেলা যুবলীগের সভাপতি আমিরুল ইসলাম লিটন, সাধারণ সম্পাদক এমদাদুল মল্লিক টগর, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাহের মন্ডল, সাধারণ সম্পাদক তৌহিদ ইসলাম, পৌর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক রাজু আহমেদ, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনিক সরকার, পৌর কৃষকলীগের সাধারণ সম্পাদক রাকিব হাসান ডালিম প্রমুখ। এছাড়া উপজেলা, পৌর, ইউনিয়ন আওয়ামী লীগ ও সকল সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শোকসভায় উপস্থিত ছিলেন।