২২ বছর পর হান্নান বাহিনীর সদস্য বনদস্যু রজব গ্রেফতার
- আপডেট সময় : ০৫:১২:০২ অপরাহ্ন, বুধবার, ২৪ মে ২০২৩
- / ৪১১ বার পড়া হয়েছে
মোঃ সায়েদুজ্জামান মুক্তাগাছা, (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের মুক্তাগাছা থানাধীন দুল্লা ইউনিয়নের গয়েশপুর গ্রামের ৫টি টি সি আর ও ৪টি সি আর মামলার পরোয়ানা ভুক্ত আসামি রজব আলী (৫৫) কে ২২ বছর পর গ্রেফতার করতে সক্ষম হয় মুক্তাগাছা থানা পুলিশ ।
সুত্র জানায়,ময়মনসিংহ টাঙ্গাইল আন্তঃজেলা বনদস্যু চক্রের সক্রিয় সদস্য রজব আলী , পিতা-আব্দুস সোবহান দীর্ঘদিন যাবৎ বনবিভাগের কর্তব্যরত কর্মকর্তা কর্মচারীদের ফাঁকি দিয়ে রাতের আঁধারে গাছ কেটে সয়লাব করে আসছিলো ।
এ ব্যাপারে জানতে চাইলে মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মজিদ বলেন,গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ জেলা পুলিশের সুযোগ্য পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় আমার নেতৃত্বে এস আই শাহীন,এ এস আই ইকরামসহ সঙ্গীয় পুলিশ ফোর্সের বিচক্ষণ সমন্বয়ে অভিযান পরিচালনা করে গতকাল বিকেল আনুমানিক ৪টার দিকে গাজীপুর জেলার বাসন থানা এলাকা থেকে আসামি রজব আলীকে গ্রেফতার করতে সক্ষম হই । তিনি আরো বলেন,গাছের মতো জীবন রক্ষাকারী জাতীয় ও বনজ সম্পদ,সন্ত্রাসী অপতৎপরতা,মাদক,জুয়া,বাল্যবিবাহসহ সামাজিক অসঙ্গতি নিরসন ও আইনশৃংখলা রক্ষায় আমি ও আমার দক্ষ পুলিশ প্রশাসন রাত-দিন অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি । উল্লেখ্য যে,বনদস্যু রজব আলী বন আদালত ময়মনসিংহ কর্তৃক দায়েরকৃত বিভিন্ন সি আর মামলায় ১৯৯৯ সালের দীর্ঘমেয়াদী সাজাপ্রাপ্ত আসামি ।
জাতীয় সম্পদ গাছ নিধনে যারাই জড়িত,তাদেরকে অবিলম্বে আইনের আওতায় না আনলে ভবিষ্যতে পরিবেশের ভারসাম্য রক্ষা,জীববৈচিত্র্যের অভয়ারণ্য ও সরকারের রাজস্ব মুখ থুবড়ে পড়বে বলে ভুক্তভোগী সাধারণ জনগণ ও অভিজ্ঞ মহলের ধারণা ।