ঘূর্ণিঝড় মোখা : কয়রায় পরিদর্শনে এমপি বাবু

- আপডেট সময় : ১০:৪৩:১০ পূর্বাহ্ন, সোমবার, ১৫ মে ২০২৩
- / ৩২৯ বার পড়া হয়েছে

সালাউদ্দিন,কয়রা প্রতিনিধি:-
খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) এমপি আক্তারুজ্জামান বাবু ঘূর্ণিঝড় মোখা ক্ষয়ক্ষতি রোধে জরুরী ভিত্তিতে উপকূলীয় এলাকার কয়রার মানুষের জীবন মান রক্ষার জন্য সকল পদক্ষেপ গ্রহণ করা ও বেঁড়িবাধ ভেঙ্গে প্লাবিত হওয়ার হাত থেকে রক্ষার্থে ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ সংস্কারে পাউবোর শীর্ষ কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের প্রতি নির্দেশনা দিয়েছেন।
তিনি ১৪ মে রবিবার দিন সকাল থেকে পানি উন্নয়ন বোর্ডের শীর্ষ কর্মকর্তা,স্থানীয় প্রশাসন,স্থানীয় জনপ্রতিনিধি ও দলীয় নেতাকর্মীদের নিয়ে বিভিন্ন স্থানের বেঁড়িবাধের চলমান কাজ ও ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ পরিদর্শন কালে এ নির্দেশনা দেন। এসময় তিনি বেশি ঝুঁকিপূর্ণ বেঁড়িবাধ মদিনাবাদ লঞ্চঘাট সংলগ্ন এলাকায় স্থানীয় প্রশাসনের মাধ্যমে নিজে দাড়িয়ে কাজের তদারকি করেন এবং ঘূর্ণিঝড় মোকাবেলায় সাধারণ মানুষকে সচেতন করেন । পরিদর্শন কালে এমপি আক্তাজ্জরুমান বাবু আইলা ও আম্ফানের ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা দিয়ে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে বলেন, প্রাকৃতিক দুর্যোগ হলে ওয়াপদার বাঁধ ভেঙে কৃষি ফসল, মৎস্য ঘের প্লাবিত হয়ে ব্যাপক অর্থনৈতিক ক্ষতি হয়, মানুষ সহ গবাদিপশুর প্রাণ হানি ঘটে। রাস্তা ঘাট সহ সম্পদ বিনষ্ট হয়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপকূলীয় এলাকার মানুষের জীবন ও সম্পদ রক্ষার্থে টেঁকসই বেড়িবাঁধ নির্মাণে মহাপরিকল্পনা হাতে নিয়েছেন। যা পর্যায় ক্রমে বাস্তবায়ন হচ্ছে। ইতি মধ্যে ১৮০ কোটি টাকার প্রকল্প টেন্ডার হয়েছে। ষাটের দশকে নির্মীত ভঙ্গুর বেঁড়িবাধ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর্শিবাদে এই অঞ্চলে বর্তমানে অনেক টা বেঁড়িবাধের ভাঙ্গন ঝুঁকি মুক্ত আর মেগা প্রকল্প বাস্তবায়ন হলে সম্পূর্ণ ঝুঁকি মুক্ত হবে এই অঞ্চলের মানুষ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মমিনুর রহমান, অফিসার ইনচার্জ এবিএমএস দোহা (বিপিএম), উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি খগেদ্রনাথ মন্ডল,যুগ্ম সাধারন সম্পাদক জাফরুল ইসলাম পাড়, প্রচার সম্পাদক হারুন অর রশিদ, অধ্যক্ষ আদ্রিশ আদিত্য মন্ডল, চয়ন কুমার রায়, ইউপি চেয়ারম্যান সরদার নূরুল ইসলাম কোম্পানী, এস এম বাহারুল ইসলাম,আছের আলী মোড়ল, জিয়াউর রহমান জুয়েল, শাহ নেওয়াজ শিকারী, আওয়ামিলীগ নেতা, খয়রুল আলম, গণেশ মন্ডল, যুবলীগ নেতা এ্যাড. আরাফাত হোসেন, ছাত্রলীগ সাধারন সম্পাদক আমিনুল হক বাদল, সহ-সভাপতি তরিকুল ইসলাম প্রমুখ।