দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে এখনও হিমশিম অবস্থা নিম্ন আয়ের মানুষের
- আপডেট সময় : ১২:৩৭:৫১ অপরাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০২৩
- / ৩৬২ বার পড়া হয়েছে
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে এখনও হিমশিম অবস্থা নিম্ন আয়ের মানুষের। বাড়তি আয় করেও চালানো যাচ্ছে না সংসার। বেড়েছে ব্রয়লার মুরগী ও সব ধরনের মাছের দাম। সুখবর নেই সবজির বাজারেও।
গার্মেন্টস কর্মী আসাদুল ইসলাম বলেন, ২০০ টাকা কেজিতে কাঁচামরিচ কিনে খাওয়া আমাদের জন্য কষ্টকর।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে প্রয়োজনীয় সবকিছু সামলাতে হিমশিম অবস্থা আসাদুলের। তিনি বলেন, সবকিছুর বাড়তি দাম, কিছুটা বাড়তি আয়ের চেষ্টা করছেন নানাভাবে, তারপরও সামলানো যাচ্ছে না সবদিক।
শুক্রবার (২১ জুলাই) রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা যায়, গত সপ্তাহের তুলনায় ১০ টাকা বেড়ে ব্রয়লারের কেজি বিক্রি হচ্ছে ১৭০ টাকায়। সোনালী মুরগি প্রতি কেজি ২৭০ টাকা, লেয়ার ৩৩০ টাকায় বিক্রি হচ্ছে। ডিম প্রতি ডজন বিক্রি হচ্ছে ১৪০-১৪৫ টাকা।
চিংড়ি মাছ প্রতি কেজি বিক্রি হচ্ছে ৭০০ থেকে ৭৫০ টাকায়, দেশি রুই ৪৫০ থেকে ৫০০ টাকা, বোয়াল ৬০০ টাকা, আইড় ৬০০ টাকা, আর সাধারণ মানুষের নাগালের বাইরে ইলিশ।
বাজারের নিত্যপণ্যের দাম কমিয়ে সাধারণ মানুষের নাগালের মধ্যে আনতে সরকারের কাছে অনুরোধ সাধারণ মানুষের।