ঢাকা ০১:৫৩ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪, ৫ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মতিয়া চৌধুরীর জানাজা বৃহস্পতিবার, দাফন বুদ্ধিজীবী কবরস্থানে স্ত্রী-সন্তানসহ সাবেক এমপি অসীম কুমারের ব্যাংক হিসেব জব্দ ৮ জাতীয় দিবস বাতিল করে আদেশ জারি শ্যামনগরে স্কুল দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি এবং ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে সেচ্ছাসেবী দল গঠন পরিতোষ কুমার বৈদ্য পাঁচবিবিতে পোস্ট অফিস সড়কে ড্রেনেজ ব্যবস্থার বেহাল দশা,জনদুর্ভোগ চরমে হরিপুরে কুলিক নদীতে গোসল করতে গিয়ে এক যুবক নিখোঁজ পাঁচবিবিতে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যা জিআই পণ্যের স্বীকৃতি পেলো মধুপুরের আনারস জলবায়ু পদক্ষেপে বৈশ্বিক কাঠামোর আমূল পরিবর্তন চান ড. ইউনূস গণমাধ্যম সংস্কার কমিশন হতে পারে আগামী সপ্তাহে: তথ্য উপদেষ্টা

তাড়াশে পৌর নির্বাচন শেষ মুহুর্তের প্রচারণায় সরগরম নির্বাচনী মাঠ

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০১:১৩:০৩ অপরাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০২৩
  • / ৩৯৯ বার পড়া হয়েছে

রফিকুল ইসলাম, তাড়াশ(সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের তাড়াশ পৌরসভায় প্রথমবারের মতো নির্বাচন উপলক্ষে শেষ মুহুর্তের প্রচারণায় জমে উঠেছে মাঠ। মেয়র, সংরক্ষিত নারী ও সাধারণ কাউন্সিলর প্রার্থী এবং তাদের স্বজন ও কর্মীর ঘরে ঘরে গিয়ে ভোট চাইছেন। এতে প্রতিটি পাড়া মহল্লায় বিরাজ করছে নির্বাচনী আমেজ। সব প্রার্থীই জয়ের ব্যাপারে আশাবাদী হলেও ভোটাররা বলছেন, প্রার্থীদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে।

জানা গেছে, তাড়াশ পৌর এলাকায় ভোটার রয়েছেন ১৯ হাজার ২৮৭ জন। এ নির্বাচনে আওয়ামী লীগের আব্দুর রাজ্জাক এবং বাবুল শেখ, শহিদুল ইসলামও আলামিন হোসেন স্বতন্ত হিসেবে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সংরক্ষিত নারী কাউন্সিলর পদে প্রার্থী হয়েছেন ১২ জন। ৯ টি সাধারণ কাউন্সিলর পদে ৪৫জন প্রার্থী হয়েছেন। নির্বাচন অফিস সূত্র জানায়, ২০১৭ সালে তাড়াশসহ আশপাশের ৯টি ওয়ার্ড নিয়ে পৌরসভা গঠিত হয়। এরপর সীমানা নির্ধারণসহ নানান জটিলতায় প্রায় পাঁচ বছর নির্বাচন হয়নি। এ সময়ে ইউএনও পৌর প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন। গত মাসে তাড়াশ পৌরসভা নির্বাচনের তপশিল ঘোষণা করে নির্বাচন কমিশন(ইসি)। সাধরণ ভোটারও একাধিক প্রার্থী জানান, নির্বাচন উপলক্ষে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা চোখে পড়ার মতো। নির্বাচনী পরিবেশ ভালো আছে। আচরণবিধি মেনে প্রার্থীরা প্রচারণা চালানোয় কোনো সহিংসতার ঘটনা ঘটেনি। যদিও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের পাঁচটি অভিযোগ ভ্রাম্যমাণ আদালত ব্যবস্থা নিয়েছেন বলে জানান, সহকারী কমিশনার (ভূমি) নুরী তাসনীম ঊর্মি। তিনি বলেন, নির্বাচনের সার্বিক পরিবেশ ঠিক তাড়াশ পৌরসভার প্রথম নির্বাচনে উপলক্ষে এক প্রার্থীর পক্ষে প্রচারণা নিরুৎসাহিত হওয়ার মতাে ঘটনা ঘটেনি। গত ১২ জুলাই উপজেলা প্রশাসনের উদ্যোগে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা সব প্রার্থীর সঙ্গে নির্বাচন কমিশনার (ইসি) বেগম রাশিদা সুলতানার মতবিনিময় সভা হয়। এতে উন্মুক্ত আলোচনায় প্রার্থীরা কোনো বিষয়ে অভিযোগ করেননি । তাড়াশ থানার পরিদর্শক (ওসি) মো শহিদুল ইসলাম বলেন, ভোটের মাঠে আইনশৃঙ্খলা রক্ষার বিভিন্ন বাহিনী কাজ করছে। শেষ সময় পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে বলে তারা আশা করছেন। উপজেলা নির্বাচন কর্মকর্ত মো মুজিবুল আলম বলেন, সব প্রক্রিয়া শেষে আগামী সোমবার ৯টি ওয়ার্ডের ১০টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সব প্রস্ততি নির্বাচন কমিশন সম্পন্ন করেছে। ইউএনও মো. মেজবাউল করিম বলেন, অবাধ সুষ্ঠু, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে যা যা করা দরকার  প্রশাসন সবই করবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

তাড়াশে পৌর নির্বাচন শেষ মুহুর্তের প্রচারণায় সরগরম নির্বাচনী মাঠ

আপডেট সময় : ০১:১৩:০৩ অপরাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০২৩

রফিকুল ইসলাম, তাড়াশ(সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের তাড়াশ পৌরসভায় প্রথমবারের মতো নির্বাচন উপলক্ষে শেষ মুহুর্তের প্রচারণায় জমে উঠেছে মাঠ। মেয়র, সংরক্ষিত নারী ও সাধারণ কাউন্সিলর প্রার্থী এবং তাদের স্বজন ও কর্মীর ঘরে ঘরে গিয়ে ভোট চাইছেন। এতে প্রতিটি পাড়া মহল্লায় বিরাজ করছে নির্বাচনী আমেজ। সব প্রার্থীই জয়ের ব্যাপারে আশাবাদী হলেও ভোটাররা বলছেন, প্রার্থীদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে।

জানা গেছে, তাড়াশ পৌর এলাকায় ভোটার রয়েছেন ১৯ হাজার ২৮৭ জন। এ নির্বাচনে আওয়ামী লীগের আব্দুর রাজ্জাক এবং বাবুল শেখ, শহিদুল ইসলামও আলামিন হোসেন স্বতন্ত হিসেবে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সংরক্ষিত নারী কাউন্সিলর পদে প্রার্থী হয়েছেন ১২ জন। ৯ টি সাধারণ কাউন্সিলর পদে ৪৫জন প্রার্থী হয়েছেন। নির্বাচন অফিস সূত্র জানায়, ২০১৭ সালে তাড়াশসহ আশপাশের ৯টি ওয়ার্ড নিয়ে পৌরসভা গঠিত হয়। এরপর সীমানা নির্ধারণসহ নানান জটিলতায় প্রায় পাঁচ বছর নির্বাচন হয়নি। এ সময়ে ইউএনও পৌর প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন। গত মাসে তাড়াশ পৌরসভা নির্বাচনের তপশিল ঘোষণা করে নির্বাচন কমিশন(ইসি)। সাধরণ ভোটারও একাধিক প্রার্থী জানান, নির্বাচন উপলক্ষে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা চোখে পড়ার মতো। নির্বাচনী পরিবেশ ভালো আছে। আচরণবিধি মেনে প্রার্থীরা প্রচারণা চালানোয় কোনো সহিংসতার ঘটনা ঘটেনি। যদিও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের পাঁচটি অভিযোগ ভ্রাম্যমাণ আদালত ব্যবস্থা নিয়েছেন বলে জানান, সহকারী কমিশনার (ভূমি) নুরী তাসনীম ঊর্মি। তিনি বলেন, নির্বাচনের সার্বিক পরিবেশ ঠিক তাড়াশ পৌরসভার প্রথম নির্বাচনে উপলক্ষে এক প্রার্থীর পক্ষে প্রচারণা নিরুৎসাহিত হওয়ার মতাে ঘটনা ঘটেনি। গত ১২ জুলাই উপজেলা প্রশাসনের উদ্যোগে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা সব প্রার্থীর সঙ্গে নির্বাচন কমিশনার (ইসি) বেগম রাশিদা সুলতানার মতবিনিময় সভা হয়। এতে উন্মুক্ত আলোচনায় প্রার্থীরা কোনো বিষয়ে অভিযোগ করেননি । তাড়াশ থানার পরিদর্শক (ওসি) মো শহিদুল ইসলাম বলেন, ভোটের মাঠে আইনশৃঙ্খলা রক্ষার বিভিন্ন বাহিনী কাজ করছে। শেষ সময় পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে বলে তারা আশা করছেন। উপজেলা নির্বাচন কর্মকর্ত মো মুজিবুল আলম বলেন, সব প্রক্রিয়া শেষে আগামী সোমবার ৯টি ওয়ার্ডের ১০টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সব প্রস্ততি নির্বাচন কমিশন সম্পন্ন করেছে। ইউএনও মো. মেজবাউল করিম বলেন, অবাধ সুষ্ঠু, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে যা যা করা দরকার  প্রশাসন সবই করবে।