নীলফামারীর জলঢাকায় বঙ্গবন্ধু (অনুর্ধ্ব ১৭) গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

- আপডেট সময় : ০৭:২৭:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৭ জুন ২০২৩
- / ৩৫৩ বার পড়া হয়েছে

তপন দাস, নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর জলঢাকা উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক অনুর্ধ্ব-১৭) শুরু হয়েছে।
শনিবার (১৭ জুন) বিকেলে উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন” করেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ। এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা ময়নুল ইসলামের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল ওয়াহেদ বাহাদুর, পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু, উপজেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারি শহীদ হোসেন রুবেল, ওসি তদন্ত বিশ্বদেব রায়, ভাইসচেয়ারম্যান গোলাম পাশা এলিচ, উপজেলা আ’লীগের সভাপতি সাবেক এমপি অধ্যাপক গোলাম মোস্তফা প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সাদ্দাম হোসেন পাভেল, ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি ডাউয়াবাড়ী ইউনিয়ন চেয়ারম্যান সাইফুল ইসলাম মুকুল, কাঠালী ইউনিয়নের চেয়ারম্যান সোহরাব হোসেন তুহিন, খুটমারা চেয়ারম্যান রকিবুল ইসলাম ও কৈমারী ইউনিয়নের চেয়ারম্যান সাদেকুল সিদ্দিক সাদেক প্রমুখ। উদ্বোধনী দিনে ১ম খেলায় গোলমুন্ডা ইউনিয়ন শৌলমারী ইউনিয়নের এবং ২য় খেলায় কাঠালী ইউনিয়ন খুটামারা ইউনিয়নের মোকাবেলা করে। উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে টুর্নামেন্টে ১টি পৌরসভা ও ১১টি ইউনিয়ন দল অংশগ্রহণ করছে।