পাঁচবিবিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
- আপডেট সময় : ১১:৪৯:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৯ জুলাই ২০২৩
- / ৩৯৯ বার পড়া হয়েছে
দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ
গত ১৮ জুলাই বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্র ঘোষিত জয়পুরহাট জেলা আওয়ামীলীগের উন্নয়ন ও শান্তি সমাবেশে বিএনপি-জামায়াতের সন্ত্রাসী বাহিনী কর্তৃক হামলায় জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া হোসেন রাজা ও স্বেচ্ছাসেবকলীগের সাবেক সাধারণ সম্পাদক খোরশেদ আলম সৈকতসহ শতাধিক নেতা-কর্মী আহত হওয়ার প্রতিবাদে আজ ১৯ জুলাই বুধবার বিকেলে পাঁচবিবি উপজেলা ও পৌর ছাত্রলীগের যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ স্থানীয় বারোয়ারী চত্বরে অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন,উপজেলা ছাত্রলীগের সভাপতি আকরাম হোসেন তালুকদার। পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান রাজুর আহবানে ও উপজেলা ছাত্রলীগের সম্পাদক পলাশ কুমার ঘোষের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন,উপজেলা আ-লীগের সহ-সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন,জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক রেজা, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক আমিনুল ইসলাম, পৌর আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম আকবর,ছাত্রলীগের সাবেক নেতা বালিঘাটা ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান চৌধুরী বিপ্লব,উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আহসান হাবিব রিঙ্কু,মহিপুর হাজী মহসিন সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক আহবায়ক মাজাহুরুল ইসলাম শাহীন, পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সাগর,উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মেহেদী হাসান ও পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক মুক্তার হোসেন প্রমুখ।সভার পূর্বে এক বিক্ষোভ মিছিল পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।