পাঁচবিবিতে নানা কর্মসূচির মধ্য দিয়ে জেল হত্যা দিবস পালিত

- আপডেট সময় : ০৮:১৯:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৩ নভেম্বর ২০২৩
- / ৩২৭ বার পড়া হয়েছে

দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
নানা কর্মসূচির মধ্যে দিয়ে ৩রা নভেম্বর শুক্রবার জয়পুরহাটের পাঁচবিবিতে বাংলাদেশ ছাত্রলীগ পাঁচবিবি পৌর শাখার উদ্যোগে জেল হত্যা দিবস-২০২৩ যথাযথ মর্যাদায় পালন করা হয়। এ উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল কেন্দ্রীয় পাঁচমাথা পৌরপার্ক স্মৃতিসৌধ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় প্রথমে পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান রাজুর নেতৃত্বে এক র্যালী পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্মৃতিসৌধ প্রাঙ্গনের সভাস্থলে এসে মিলিত হয়। পরে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুসহ জাতীয় ৪ নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করার মধ্যে দিয়ে দিনের কর্মসূচি শুরু করা হয়। এরপর বেলা ১১ টায় স্মৃতিসৌধ প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান রাজু। পৌর ছাত্রলীগের সহ-সভাপতি শাহেদ পারভেজ সৌরভের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বালিঘাটা ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান চৌধুরী বিপ্লব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ন সম্পাদক আমিনুল ইসলাম,পৌর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক অধ্যক্ষ ওবায়দুর রহমান,উপজেলা আ-লীগের প্রস্তাবিত কমিটির সাংগঠনিক সম্পাদক সাবেক কাউন্সিলর আব্দুল হান্নান রনি, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ আলম জুয়েল,উপজেলা ছাত্রলীগের সভাপতি আকরাম হোসেন তালুকদার, সাংগঠনিক সম্পাদক মোঃ মুন্না মন্ডল (চাঁদ), উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গোলাম আকবর,সাবেক সাধারণ সম্পাদক আহসান হাবীব রিঙ্কু,উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান,পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহমুদ হাসান সাগর,পৌর ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাফি মাহমুদ সম্পদ, ৪ নং ওয়ার্ড কাউন্সিলর মামুনুর রশিদ ফকির,বাগজানা ইউনিয়ন আওয়ামীলীগের সম্পাদক হাফিজুর রহমান,আটাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সম্পাদক আব্বাস আলী সরকার,মোহাম্মদপুর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাস্টার লুৎফর রহমান ও পৌর ছাত্রলীগের সহ-সভাপতি নাঈম হোসেন প্রমূখ। শেষে দোয়া মাহফিল ও আগত অতিথি ও নেতাকর্মীদের মাঝে মধ্যাহৃ ভোজের আয়োজন করা হয়।