বিরামপুরে ভূমিহীন ও গৃহহীনের তালিকা সংক্রান্ত যৌথ সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৮:৫০:৩৬ অপরাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০২৩
- / ৪০২ বার পড়া হয়েছে
ইব্রাহীম মিঞা বিরামপুর(দিনাজপুর)প্রতিনিধিঃ
দিনাজপুর জেলার বিরামপুর উপজেলাকে ‘ক’ শ্রেণীর ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করার লক্ষ্যে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমিটি, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ,বীর মুক্তিযোদ্ধা,শিক্ষক, গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকদের সাথে যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।
বিরামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (১২জুলাই) বিকেল ৩ ঘটিকায় বিরামপুর উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা প্রশাসনিক কর্মকর্তা আসমা বানুর সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন এর সভাপতিত্বে হালনাগাদ নিরুপিত’ক’শ্রেণীর ভূমিহীন ও গৃহীন তালিকা সংক্রান্ত যৌথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মেহেদী হাসান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দিনাজপুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরামপুর পৌরসভার মেয়র অধ্যাপক আক্কাস আলী, সহকারী কমিশনার (ভূমি) মুরাদ হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন বিরামপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মন্ডল মেজবা, মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু, বিরামপুর উপজেলার ৭ টি ইউনিয়নের চেয়ারম্যানগন,বিরামপুর থানার অফিসার ইনচার্জ সুমন কুমার মহন্ত,বিরামপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাওছার আলী,বিরামপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আদিত্য ঘোষ অপু, বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবদুল্লাহ আল ইফরান, উপজেলা মৎস কর্মকর্তা কাওছার হোসেন,উপজেলা কৃষি কর্মকর্তা ফিরোজ আহমেদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম,বীরমুক্তিযোদ্ধা ও বিরামপুর উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট
প্রধান অতিথির বক্তব্যে মোঃ মেহেদী হাসান বলেন বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে সারা দেশের ভূমিহীন ও গৃহহীনদের মাথা গোঁজার ঠাঁই করে দিচ্ছেন।অনেক জায়গায় সরকারি খাস জমিতে আবার অনেক জায়গায় জমি অধিগ্রহণ করে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হচ্ছে। ইতিমধ্যে সারা বাংলাদেশের প্রত্যেক জেলা উপজেলার অসংখ্য ভূমিহীন পরিবার এই জমি ঘর পেয়েছে নতুন করে যাদের তালিকা করা হচ্ছে সেটা নিরপেক্ষভাবে যাচাই-বাছাই করে করা হচ্ছে। দিনাজপুর জেলার বিরামপুর উপজেলায় ১২৩৪ টি পরিবার আশ্রয়ণ প্রকল্পের আওতায় ‘ক’শ্রেণীর তালিকাভুক্ত হয়েছেন।পর্যায়ক্রমে দিনাজপুর জেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করার লক্ষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।