বিরামপুরে মৃত শিশুর পরিবার পেল সরকারি সহায়তা

- আপডেট সময় : ০৯:৫৫:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ মে ২০২৩
- / ৩৯০ বার পড়া হয়েছে

ইব্রাহীম মিঞা , বিরামপুর, দিনাজপুরঃ
দিনাজপুর জেলার বিরামপুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে মোছাঃ হিমু(৪)নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (১৫ মে) বিকেলের দিকে উপজেলার জোতবানী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাঘাইঘাটা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু মোছাঃ.হিমু সাঘাইঘাটা গ্রামের হেলালের মেয়ে। হেলালের ১ টি ছেলে ও ১ টি মেয়ে। কৃষি কাজ করে সংসার চালিয়ে আসছে সে।
নিহত শিশু হিমুর পরিবারের নিকট সরকারি সহায়তার ২০ হাজার টাকা নিয়ে উপস্থিত হন বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাওছার আলী,জোতবানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঃ রাজ্জাক মন্ডল,৩ নং ওয়ার্ড মেম্বার নূরুন্নবীসহ এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলের দিকে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশে পুকুরে পাড়ে যায় হিমু।পরিবারের লোকজন অনেকক্ষণ না দেখে তাকে খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে পুকুরের পানিতে হিমুকে ভাসতে দেখেন তার মা মোছাঃ লাবনী আক্তার।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত জানান, পরিবারের সদস্যদের অজান্তে পানিতে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে। তবে এ বিষয়ে নিহতের পরিবার থানায় কোনো অভিযোগ করেনি।