মেহেন্দিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহিদুল বারী খোকন, সাধারণ সম্পাদক এহসান রেজা জিতু
- আপডেট সময় : ০৪:৩৮:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩
- / ৪২৬ বার পড়া হয়েছে
মোঃ মশিউর রহমান সুমন, মেহেন্দিগঞ্জ(বরিশাল) প্রতিনিধিঃ
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের (২০২৩-২০২৪) অর্থ বছরের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (২৭ সেপ্টেম্বর) রাতে মেহেন্দিগঞ্জ উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এক আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে ১২ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।উক্ত কমিটিতে কন্ঠভোটে সভাপতি পদে মোঃ জাহিদুল বারী খোকন ও সাধারণ সম্পাদক পদে এহসান রেজা জিতু নির্বাচিত হয়েছেন। এছাড়াও অন্যান্য পদে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন,সহসভাপতি পদে মোঃ আবদুর রাজ্জাক ও আবুল কালাম, সহ সাধারণ পদে মোঃ মনিরুল মোর্শেদ রবিন,কোষাধ্যক্ষ পদে মাহমুদুল হাসান ফরিদ, দপ্তর সম্পাদক মোঃ সম্রাট হোসেন, প্রচার সম্পাদক মোঃ মনির দেওয়ান, ক্রীয়া সম্পাদক মোঃ তুহিন হোসেন হানিফ এবং কার্যনির্বাহী সদস্য পদে মোঃ নজরুল ইসলাম, মোঃ সামীম হোসেন খাঁন ও সঞ্জয় দেবনাথ নির্বাচিত হয়েছেন।
এসময় আরো উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ প্রেসক্লাবের সদস্য নুর মোহাম্মদ জুয়েল, শিবলু জমদ্দার, মোঃ স্বপন হাওলাদার, এইচ এম আনিচুর রহমান ও ইব্রাহিম বকশী প্রমুখ।