ঢাকা ০৬:৩২ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আত্মসমর্পণের পর কারাগারে বিএনপি নেতা ইশরাক দুর্ঘটনার কবলে ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার অবৈধ জুস তৈরির কারখানায় অভিযান, ১০ লাখ টাকা জরিমানা দেশ এখন মগের মুল্লুকে পরিণত হয়েছে : মির্জা ফখরুল ‘ভারত-চীনকে যুক্ত করতে পারলেই রোহিঙ্গা সংকট সমাধান সম্ভব’ পাঁচবিবিতে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রেবেকা সুলতানার মিছিল ও পথসভা অনুষ্ঠিত বিরামপুরে সিনিয়র টি-২০ ক্রিকেট লীগের খেলোয়াড় বন্টন ও নিলাম অনুষ্ঠিত পাঁচবিবিতে শেষ মুহূর্তে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রেবেকা সুলতানার গণসংযোগ পাঁচবিবিতে পুকুরে মাছের পোনা অবমুক্ত করন নামাজ মুমিনের শ্রেষ্ঠ ইবাদত

আদি গ্রামোফোন রেকর্ড থেকে ধারণকৃত নজরুল-সংগীত নিয়ে কাজ করছে সুর-মুকুর 

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৩:০৬:৫১ অপরাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০২৩
  • / ৫১৯ বার পড়া হয়েছে

আদি গ্রামোফোন রেকর্ড থেকে ধারণকৃত নজরুল-সংগীত নিয়ে কাজ করছে সুর-মুকুর 

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ

শুদ্ধ বাণী ও সুরে নজরুল-সংগীত চর্চায় কাজী নজরুল ইসলামের তত্ত্বাবধানে তাঁর সমকালের প্রখ্যাত শিল্পীদের নিয়ে বিভিন্ন গ্রামোফোন কোম্পানি থেকে প্রকাশিত আদি রেকর্ডগুলোর গুরুত্ব অনেক। অথচ বর্তমানে এই রেকর্ডগুলো প্রায় দুষ্প্রাপ্য। আগ্রহী সকলের কাছে এগুলো সহজলভ্য করে দিতে সরব হয়েছে একঝাঁক তরুণ শিল্পী ও শিক্ষার্থী। ‘সুর-মুকুর’ নামক সংগীত ফ্ল্যাটফর্মের ব্যানারে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে এই কাজগুলো করছেন তারা।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের সহকারী অধ্যাপক আশিক সরকারের দিকনির্দেশনায় ওই বিভাগের স্নাতকোত্তর শ্রেণির কয়েকজন শিক্ষার্থী সুর-মুকুরের সংগ্রহে থাকা আদি রেকর্ডের নজরুল-সংগীতগুলো প্রচারের প্রচেষ্টা চালাচ্ছেন। ইতোমধ্যে Sur-Mukur ইউটিউব চ্যানেলে আদি রেকর্ডের দুই শতাধিক গান প্রকাশ পেয়েছে এবং শ্রোতা মহলে খুব দ্রুত সাড়াও ফেলেছে। নজরুল-সংগীতগুলো ইউটিউবে আপলোডের বিভিন্ন পর্যায়ে কাজ করছেন তমালিকা দাস, পারিকা মোস্তফা পুণ্য, সালমান আজাদী, হাসিবুল হাসান শান্ত, তমশ্রী মল্লিক, গুঞ্জন রখো, অনামিকা চন্দ কেয়া প্রমুখ।daraz

এ বিষয়ে ‘সুর-মুকুর’-এর সভাপতি বিশিষ্ট নজরুল গবেষক ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের অধ্যাপক ড. রশিদুন্ নবী বলেন, ‘আদি রেকর্ড থেকে ধারণকৃত সর্বাধিক সংখ্যক নজরুল-সংগীত ‘Siraj ShNai’ ইউটিউব চ্যানেলে আপলোড করেন নজরুল অনুরাগী ও বিশিষ্ট রেকর্ড সংগ্রাহক স্নেহাষ্পদ মোস্তাফিজ রহমান কাজল। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, তার অকালপ্রয়াণে সম্প্রতি এই চ্যানেলটি আর ইউটিউবে পাওয়া যাচ্ছে না। সকল নজরুল অনুরাগী ও শ্রোতার সুবিধার্থে এবং নজরুল-সংগীতের শুদ্ধ বাণী ও সুর প্রচারের লক্ষ্যে সুর-মুকুরের সংগ্রহে থাকা আদি গ্রামোফোন রেকর্ড থেকে ধারণকৃত নজরুল-সংগীতগুলো পর্যায়ক্রমে ‘Sur-Mukur’ ইউটিউব চ্যানেলটিতে আপলোড করার সিদ্ধান্ত গৃহীত হয়। আশা করি, সঠিক তথ্য ও আদি গ্রামোফোন রেকর্ড থেকে ধারণকৃত নজরুল-সংগীতগুলো শুদ্ধ সুর ও বাণীভিত্তিক নজরুল-সংগীত চর্চায় সহায়ক হবে।’

হারাতে যাওয়া রেকর্ড গুলো সংরক্ষণে প্রশংসনীয় এ উদ্যোগ সম্পর্কে ‘সুর-মুকুর’ এর সাধারণ সম্পাদক জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের সহকারী অধ্যাপক জনাব আশিক সরকার বলেন, ‘অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, মাত্র ২০ দিনে কোনও প্রচার-প্রচারণা ছাড়াই আমাদের ‘সুর-মুকুর’ ইউটিউব চ্যানেলে ছয় শতাধিক সাবস্ক্রিপশন হয়েছে এবং আদি রেকর্ড থেকে ধারণকৃত নজরুল-সংগীতগুলো আমরা প্রায় ১০ লক্ষ মানুষের কাছে পৌঁছে দিতে সক্ষম হয়েছি। এই উদ্যোগকে বাস্তবে রূপ দিতে দেশ এবং দেশের বাইরে থেকে যাঁরা মূল্যবান পরামর্শ দিয়ে আমাদের পাশে থেকেছেন, আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন এবং আপলোডকৃত গানগুলোকে লাইক, কমেন্ট ও শেয়ারের মাধ্যমে এই প্রচেষ্টাকে অনুপ্রাণিত করেছেন তাঁদের সকলকে জানাই সুর-মুকুর পরিবারের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আদি গ্রামোফোন রেকর্ড থেকে ধারণকৃত নজরুল-সংগীত নিয়ে কাজ করছে সুর-মুকুর 

আপডেট সময় : ০৩:০৬:৫১ অপরাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০২৩

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ

শুদ্ধ বাণী ও সুরে নজরুল-সংগীত চর্চায় কাজী নজরুল ইসলামের তত্ত্বাবধানে তাঁর সমকালের প্রখ্যাত শিল্পীদের নিয়ে বিভিন্ন গ্রামোফোন কোম্পানি থেকে প্রকাশিত আদি রেকর্ডগুলোর গুরুত্ব অনেক। অথচ বর্তমানে এই রেকর্ডগুলো প্রায় দুষ্প্রাপ্য। আগ্রহী সকলের কাছে এগুলো সহজলভ্য করে দিতে সরব হয়েছে একঝাঁক তরুণ শিল্পী ও শিক্ষার্থী। ‘সুর-মুকুর’ নামক সংগীত ফ্ল্যাটফর্মের ব্যানারে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে এই কাজগুলো করছেন তারা।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের সহকারী অধ্যাপক আশিক সরকারের দিকনির্দেশনায় ওই বিভাগের স্নাতকোত্তর শ্রেণির কয়েকজন শিক্ষার্থী সুর-মুকুরের সংগ্রহে থাকা আদি রেকর্ডের নজরুল-সংগীতগুলো প্রচারের প্রচেষ্টা চালাচ্ছেন। ইতোমধ্যে Sur-Mukur ইউটিউব চ্যানেলে আদি রেকর্ডের দুই শতাধিক গান প্রকাশ পেয়েছে এবং শ্রোতা মহলে খুব দ্রুত সাড়াও ফেলেছে। নজরুল-সংগীতগুলো ইউটিউবে আপলোডের বিভিন্ন পর্যায়ে কাজ করছেন তমালিকা দাস, পারিকা মোস্তফা পুণ্য, সালমান আজাদী, হাসিবুল হাসান শান্ত, তমশ্রী মল্লিক, গুঞ্জন রখো, অনামিকা চন্দ কেয়া প্রমুখ।daraz

এ বিষয়ে ‘সুর-মুকুর’-এর সভাপতি বিশিষ্ট নজরুল গবেষক ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের অধ্যাপক ড. রশিদুন্ নবী বলেন, ‘আদি রেকর্ড থেকে ধারণকৃত সর্বাধিক সংখ্যক নজরুল-সংগীত ‘Siraj ShNai’ ইউটিউব চ্যানেলে আপলোড করেন নজরুল অনুরাগী ও বিশিষ্ট রেকর্ড সংগ্রাহক স্নেহাষ্পদ মোস্তাফিজ রহমান কাজল। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, তার অকালপ্রয়াণে সম্প্রতি এই চ্যানেলটি আর ইউটিউবে পাওয়া যাচ্ছে না। সকল নজরুল অনুরাগী ও শ্রোতার সুবিধার্থে এবং নজরুল-সংগীতের শুদ্ধ বাণী ও সুর প্রচারের লক্ষ্যে সুর-মুকুরের সংগ্রহে থাকা আদি গ্রামোফোন রেকর্ড থেকে ধারণকৃত নজরুল-সংগীতগুলো পর্যায়ক্রমে ‘Sur-Mukur’ ইউটিউব চ্যানেলটিতে আপলোড করার সিদ্ধান্ত গৃহীত হয়। আশা করি, সঠিক তথ্য ও আদি গ্রামোফোন রেকর্ড থেকে ধারণকৃত নজরুল-সংগীতগুলো শুদ্ধ সুর ও বাণীভিত্তিক নজরুল-সংগীত চর্চায় সহায়ক হবে।’

হারাতে যাওয়া রেকর্ড গুলো সংরক্ষণে প্রশংসনীয় এ উদ্যোগ সম্পর্কে ‘সুর-মুকুর’ এর সাধারণ সম্পাদক জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের সহকারী অধ্যাপক জনাব আশিক সরকার বলেন, ‘অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, মাত্র ২০ দিনে কোনও প্রচার-প্রচারণা ছাড়াই আমাদের ‘সুর-মুকুর’ ইউটিউব চ্যানেলে ছয় শতাধিক সাবস্ক্রিপশন হয়েছে এবং আদি রেকর্ড থেকে ধারণকৃত নজরুল-সংগীতগুলো আমরা প্রায় ১০ লক্ষ মানুষের কাছে পৌঁছে দিতে সক্ষম হয়েছি। এই উদ্যোগকে বাস্তবে রূপ দিতে দেশ এবং দেশের বাইরে থেকে যাঁরা মূল্যবান পরামর্শ দিয়ে আমাদের পাশে থেকেছেন, আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন এবং আপলোডকৃত গানগুলোকে লাইক, কমেন্ট ও শেয়ারের মাধ্যমে এই প্রচেষ্টাকে অনুপ্রাণিত করেছেন তাঁদের সকলকে জানাই সুর-মুকুর পরিবারের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।’