ঢাকা ০৬:৩২ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আত্মসমর্পণের পর কারাগারে বিএনপি নেতা ইশরাক দুর্ঘটনার কবলে ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার অবৈধ জুস তৈরির কারখানায় অভিযান, ১০ লাখ টাকা জরিমানা দেশ এখন মগের মুল্লুকে পরিণত হয়েছে : মির্জা ফখরুল ‘ভারত-চীনকে যুক্ত করতে পারলেই রোহিঙ্গা সংকট সমাধান সম্ভব’ পাঁচবিবিতে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রেবেকা সুলতানার মিছিল ও পথসভা অনুষ্ঠিত বিরামপুরে সিনিয়র টি-২০ ক্রিকেট লীগের খেলোয়াড় বন্টন ও নিলাম অনুষ্ঠিত পাঁচবিবিতে শেষ মুহূর্তে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রেবেকা সুলতানার গণসংযোগ পাঁচবিবিতে পুকুরে মাছের পোনা অবমুক্ত করন নামাজ মুমিনের শ্রেষ্ঠ ইবাদত

কাঁচা মরিচ আমদানি করতে হয় কেন, প্রশ্ন প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০১:৫৮:৫৬ অপরাহ্ন, সোমবার, ৩ জুলাই ২০২৩
  • / ৩৮২ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমাদের কাঁচা মরিচও বাইরের দেশ থেকে আমদানি করতে হচ্ছে। এটা কেন? আমাদের কৃষি উৎপাদন বাড়িয়ে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে হবে। আমরা আর ভিক্ষা করে চলতে চাই না। ভিক্ষুক জাতির আত্মমর্যাদা থাকে না।’

শেখ হাসিনা দেশবাসীকে নিজ নিজ জমিতে, বাড়ির ছাদে কৃষি খামার গড়ে তোলার পাশাপাশি ঝুলন্ত পদ্ধতিতে তরি-তরকারি ও শাক-সবজি চাষ করার পরামর্শ দেন। তিনি বলেন, ‘আমিও আমার এলাকায় কৃষি খামার গড়ে তুলেছি। সেখানে মরিচের চাষও হচ্ছে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের প্রতি ইঞ্চি জমি আবাদ করতে হবে। কোনো জমি অনাবাদি রাখা যাবে না।’

ঝুলন্ত বাগানের বিষয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমার এলাকায় আমি এটা শুরু করে দিয়েছি। এক বাঁশ পুঁতে সেটাতে মটকা বা পলিথিন বেঁধে তরি-তরকারির চাষ করছি। এটা আমরা পরীক্ষামূলকভাবে করছি। আমি গণভবনকেও একটি খামারবাড়িতে পরিণত করেছি। এখানে ছাদেও গাছ লাগিয়েছি। এখানে মরিচ গাছও লাগিয়েছি। এভাবে আমরা প্রত্যেকে উদ্যোগ নিলে কাউকে আর পরমুখাপেক্ষী হয়ে থাকতে হবে না।’

সরকারপ্রধান বলেন, ‘বিদুৎ ও পানির ব্যবহারে আমাদেরকে আরও সাশ্রয়ী হতে হবে। এগুলোর যাতে অপচয় না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।’

অনুষ্ঠানে তিন মেয়রের শপথ গ্রহণের পর তিন সিটির নবনির্বাচিত কাউন্সিলরদের শপথ পাঠ করান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম।

গত ২৫ মে অনুষ্ঠিত হয় গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন নির্বাচিত হন। তিনি এ সিটির সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা। ১২ জুন বরিশাল ও খুলনা সিটি করপোরেশন নির্বাচন হয়। খুলনায় আওয়ামী লীগের তালুকদার আবদুল খালেক এবং বরিশালে আবুল খায়ের আবদুল্লাহ (খোকন সেরনিয়াবাত) মেয়র হিসেবে নির্বাচিত হন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কাঁচা মরিচ আমদানি করতে হয় কেন, প্রশ্ন প্রধানমন্ত্রীর

আপডেট সময় : ০১:৫৮:৫৬ অপরাহ্ন, সোমবার, ৩ জুলাই ২০২৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমাদের কাঁচা মরিচও বাইরের দেশ থেকে আমদানি করতে হচ্ছে। এটা কেন? আমাদের কৃষি উৎপাদন বাড়িয়ে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে হবে। আমরা আর ভিক্ষা করে চলতে চাই না। ভিক্ষুক জাতির আত্মমর্যাদা থাকে না।’

শেখ হাসিনা দেশবাসীকে নিজ নিজ জমিতে, বাড়ির ছাদে কৃষি খামার গড়ে তোলার পাশাপাশি ঝুলন্ত পদ্ধতিতে তরি-তরকারি ও শাক-সবজি চাষ করার পরামর্শ দেন। তিনি বলেন, ‘আমিও আমার এলাকায় কৃষি খামার গড়ে তুলেছি। সেখানে মরিচের চাষও হচ্ছে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের প্রতি ইঞ্চি জমি আবাদ করতে হবে। কোনো জমি অনাবাদি রাখা যাবে না।’

ঝুলন্ত বাগানের বিষয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমার এলাকায় আমি এটা শুরু করে দিয়েছি। এক বাঁশ পুঁতে সেটাতে মটকা বা পলিথিন বেঁধে তরি-তরকারির চাষ করছি। এটা আমরা পরীক্ষামূলকভাবে করছি। আমি গণভবনকেও একটি খামারবাড়িতে পরিণত করেছি। এখানে ছাদেও গাছ লাগিয়েছি। এখানে মরিচ গাছও লাগিয়েছি। এভাবে আমরা প্রত্যেকে উদ্যোগ নিলে কাউকে আর পরমুখাপেক্ষী হয়ে থাকতে হবে না।’

সরকারপ্রধান বলেন, ‘বিদুৎ ও পানির ব্যবহারে আমাদেরকে আরও সাশ্রয়ী হতে হবে। এগুলোর যাতে অপচয় না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।’

অনুষ্ঠানে তিন মেয়রের শপথ গ্রহণের পর তিন সিটির নবনির্বাচিত কাউন্সিলরদের শপথ পাঠ করান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম।

গত ২৫ মে অনুষ্ঠিত হয় গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন নির্বাচিত হন। তিনি এ সিটির সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা। ১২ জুন বরিশাল ও খুলনা সিটি করপোরেশন নির্বাচন হয়। খুলনায় আওয়ামী লীগের তালুকদার আবদুল খালেক এবং বরিশালে আবুল খায়ের আবদুল্লাহ (খোকন সেরনিয়াবাত) মেয়র হিসেবে নির্বাচিত হন।