ঢাকা ০৯:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আত্মসমর্পণের পর কারাগারে বিএনপি নেতা ইশরাক দুর্ঘটনার কবলে ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার অবৈধ জুস তৈরির কারখানায় অভিযান, ১০ লাখ টাকা জরিমানা দেশ এখন মগের মুল্লুকে পরিণত হয়েছে : মির্জা ফখরুল ‘ভারত-চীনকে যুক্ত করতে পারলেই রোহিঙ্গা সংকট সমাধান সম্ভব’ পাঁচবিবিতে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রেবেকা সুলতানার মিছিল ও পথসভা অনুষ্ঠিত বিরামপুরে সিনিয়র টি-২০ ক্রিকেট লীগের খেলোয়াড় বন্টন ও নিলাম অনুষ্ঠিত পাঁচবিবিতে শেষ মুহূর্তে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রেবেকা সুলতানার গণসংযোগ পাঁচবিবিতে পুকুরে মাছের পোনা অবমুক্ত করন নামাজ মুমিনের শ্রেষ্ঠ ইবাদত

চাঁদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে একাডেমিক ভবন ও পাঠাগার নির্মাণ

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৬:২০:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৫ মে ২০২৩
  • / ৩৫২ বার পড়া হয়েছে

নিজাম উদ্দিন তজুমদ্দিন প্রতিনিধি (ভোলা): ভোলার তজুমদ্দিনে চাঁদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন ও দৃষ্টিনন্দন পাঠাগারের নির্মাণ কাজ শেষ হয়েছে। নবনির্মিত ভবন ও পাঠাগারটি এখন শুধু উদ্বোধনের অপেক্ষায় রয়েছে।

জানা গেছে, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে বিদ্যালয়ের একাডেমিক ভবনটি নির্মাণ করেন ঠিকাদারি প্রতিষ্ঠান ইলিয়ান এন্টারপ্রাইজ এন্ড মোল্লা ট্রেডার্স। শিক্ষা প্রকৌশল দপ্তর সারাদেশে জেলা পর্যায়ে ১০ তলা ও উপজেলা পর্যায়ে পাঁচ তলা বিশিষ্ট অত্যাধুনিক একাডেমিক ভবন নির্মাণের প্রকল্প গ্রহণ করেন।

সে অনুযায়ী সারাদেশের মধ্যে প্রথম অত্যাধুনিক একাডেমিক ভবন হিসেবে তজুমদ্দিনে চাঁদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের ভবনের কাজ সম্পন্ন হয়। ভবনটিতে লিফ্টের পাশাপাশি শারীরিক প্রতিবন্ধীদের জন্য রয়েছে বিশেষ ধরনের সিঁড়ির ব্যবস্থা। এছাড়াও ভবনটিতে বসানো হয়েছে আধুনিক বিশেষ ক্ষমতা সম্পন্ন সোলার প্যানেল। যেটি ব্যবহারের ফলে ৩০% বিদ্যুৎ খরচ কম হবে।

গত ২৫ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয় একটি প্রতিনিধিদল একাডেমিক ভবনটি পরিদর্শন শেষে চলতি এসএসসি পরীক্ষার আগেই শিক্ষা প্রকৌশল দপ্তর ভবনটি স্কুল কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করেন। অন্যদিকে বিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে ও প্রধান শিক্ষক মোফাজ্জল হোসেন (ভারপ্রাপ্ত) একক প্রচেষ্টায় সাত শতাধিক বই নিয়ে গড়ে তোলা হয়েছে এম পি শাওন পাঠাগার । পাঠাগারটিতে রয়েছে দেশের স্বনামধন্য বিভিন্ন লেখকদের বই ।
বইগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ভোলা জেলাসহ ৬৪ জেলার মুক্তিযুদ্ধের ইতিহাস, বঙ্গবন্ধ, শেখ রাসেল, প্রধানমন্ত্রী ও স্বাধীনতা যুদ্ধের দলিল বিষয়ের দুশতাধিক বই রয়েছে।
স্কুলের অত্যাধুনিক ভবন ও দৃষ্টিনন্দন পাঠাগারটি আগামী ১৯ মে ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন উদ্বোধন করার কথা রয়েছে। উদ্বোধনের পরই বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের জন্য সরকারি ছুটি ছাড়া বিকাল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে পাঠাগারটি।

আরো জানতে চাইলে চাঁদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোফাজ্জল হোসেন বলেন, সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে আধুনিক সুযোগ সুবিধার সমন্বয়ে নির্মাণ করা ভবনটিতে শিক্ষার্থীরা শিক্ষার যথাযথ পরিবেশ পাবে। তজুমদ্দিনে প্রথম লিফ্টযুক্ত ভবন নির্মাণ করা হলো। তাছাড়া প্রতিবন্ধীদের জন্য লিফ্ট ছাড়াও রয়েছে বিশেষ সিঁড়ির ব্যবস্থা।

অপরদিকে শিক্ষার্থীদের বই পড়ার অভ্যাস গড়ে তুলতে বিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে সাত শতাধিক বই নিয়ে স্থানীয় সংসদ নুরুন্নবী চৌধুরী শাওনের নামে গড়ে তোলা হয়েছে “এমপি শাওন পাঠাগার”। স্কুলের একাডেমিক ভবন ও পাঠাগারটি আগামী ১৯শে মে ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন উদ্বোধন করবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

চাঁদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে একাডেমিক ভবন ও পাঠাগার নির্মাণ

আপডেট সময় : ০৬:২০:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৫ মে ২০২৩

নিজাম উদ্দিন তজুমদ্দিন প্রতিনিধি (ভোলা): ভোলার তজুমদ্দিনে চাঁদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন ও দৃষ্টিনন্দন পাঠাগারের নির্মাণ কাজ শেষ হয়েছে। নবনির্মিত ভবন ও পাঠাগারটি এখন শুধু উদ্বোধনের অপেক্ষায় রয়েছে।

জানা গেছে, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে বিদ্যালয়ের একাডেমিক ভবনটি নির্মাণ করেন ঠিকাদারি প্রতিষ্ঠান ইলিয়ান এন্টারপ্রাইজ এন্ড মোল্লা ট্রেডার্স। শিক্ষা প্রকৌশল দপ্তর সারাদেশে জেলা পর্যায়ে ১০ তলা ও উপজেলা পর্যায়ে পাঁচ তলা বিশিষ্ট অত্যাধুনিক একাডেমিক ভবন নির্মাণের প্রকল্প গ্রহণ করেন।

সে অনুযায়ী সারাদেশের মধ্যে প্রথম অত্যাধুনিক একাডেমিক ভবন হিসেবে তজুমদ্দিনে চাঁদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের ভবনের কাজ সম্পন্ন হয়। ভবনটিতে লিফ্টের পাশাপাশি শারীরিক প্রতিবন্ধীদের জন্য রয়েছে বিশেষ ধরনের সিঁড়ির ব্যবস্থা। এছাড়াও ভবনটিতে বসানো হয়েছে আধুনিক বিশেষ ক্ষমতা সম্পন্ন সোলার প্যানেল। যেটি ব্যবহারের ফলে ৩০% বিদ্যুৎ খরচ কম হবে।

গত ২৫ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয় একটি প্রতিনিধিদল একাডেমিক ভবনটি পরিদর্শন শেষে চলতি এসএসসি পরীক্ষার আগেই শিক্ষা প্রকৌশল দপ্তর ভবনটি স্কুল কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করেন। অন্যদিকে বিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে ও প্রধান শিক্ষক মোফাজ্জল হোসেন (ভারপ্রাপ্ত) একক প্রচেষ্টায় সাত শতাধিক বই নিয়ে গড়ে তোলা হয়েছে এম পি শাওন পাঠাগার । পাঠাগারটিতে রয়েছে দেশের স্বনামধন্য বিভিন্ন লেখকদের বই ।
বইগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ভোলা জেলাসহ ৬৪ জেলার মুক্তিযুদ্ধের ইতিহাস, বঙ্গবন্ধ, শেখ রাসেল, প্রধানমন্ত্রী ও স্বাধীনতা যুদ্ধের দলিল বিষয়ের দুশতাধিক বই রয়েছে।
স্কুলের অত্যাধুনিক ভবন ও দৃষ্টিনন্দন পাঠাগারটি আগামী ১৯ মে ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন উদ্বোধন করার কথা রয়েছে। উদ্বোধনের পরই বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের জন্য সরকারি ছুটি ছাড়া বিকাল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে পাঠাগারটি।

আরো জানতে চাইলে চাঁদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোফাজ্জল হোসেন বলেন, সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে আধুনিক সুযোগ সুবিধার সমন্বয়ে নির্মাণ করা ভবনটিতে শিক্ষার্থীরা শিক্ষার যথাযথ পরিবেশ পাবে। তজুমদ্দিনে প্রথম লিফ্টযুক্ত ভবন নির্মাণ করা হলো। তাছাড়া প্রতিবন্ধীদের জন্য লিফ্ট ছাড়াও রয়েছে বিশেষ সিঁড়ির ব্যবস্থা।

অপরদিকে শিক্ষার্থীদের বই পড়ার অভ্যাস গড়ে তুলতে বিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে সাত শতাধিক বই নিয়ে স্থানীয় সংসদ নুরুন্নবী চৌধুরী শাওনের নামে গড়ে তোলা হয়েছে “এমপি শাওন পাঠাগার”। স্কুলের একাডেমিক ভবন ও পাঠাগারটি আগামী ১৯শে মে ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন উদ্বোধন করবেন।