ঢাকা ০১:৫৮ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আত্মসমর্পণের পর কারাগারে বিএনপি নেতা ইশরাক দুর্ঘটনার কবলে ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার অবৈধ জুস তৈরির কারখানায় অভিযান, ১০ লাখ টাকা জরিমানা দেশ এখন মগের মুল্লুকে পরিণত হয়েছে : মির্জা ফখরুল ‘ভারত-চীনকে যুক্ত করতে পারলেই রোহিঙ্গা সংকট সমাধান সম্ভব’ পাঁচবিবিতে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রেবেকা সুলতানার মিছিল ও পথসভা অনুষ্ঠিত বিরামপুরে সিনিয়র টি-২০ ক্রিকেট লীগের খেলোয়াড় বন্টন ও নিলাম অনুষ্ঠিত পাঁচবিবিতে শেষ মুহূর্তে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রেবেকা সুলতানার গণসংযোগ পাঁচবিবিতে পুকুরে মাছের পোনা অবমুক্ত করন নামাজ মুমিনের শ্রেষ্ঠ ইবাদত

দোয়ারাবাজারে আসছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ১১:১০:২৮ অপরাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০২৩
  • / ৩৭৭ বার পড়া হয়েছে

 

দোয়ারাবাজার (সুনামগঞ্জ ) প্রতিনিধি:

দোয়ারাবাজারে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আসছেন। রোববার (৩০ জুলাই) সকালে তিনি ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর নতুন ভবনের উদ্বোধন করবেন। এসময় ছাতক-দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকসহ মন্ত্রী স্বাস্থ্য ব্যবস্থা পরিদর্শন শেষে এক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।
এদিকে রোববার দোয়ারাবাজারে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের আগমন কে কেন্দ্র করে সর্বস্তরের মানুষের মধ্যে ব্যাপক উৎফুল্লতা বিরাজ করছে। সাজসজ্জা করা হয়েছে পুরো হাসপাতাল এলাকা।

সার্বিক পরিস্থিতি জানতে শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে গেলে সংশ্লিষ্টরা জানান, হাসপাতালে ইতোমধ্যে কোভিডের লক্ষ্যমাত্রা পূরণ করা হয়েছে। এছাড়াও হাসাপাতালে সেন্টার অক্সিজেন সাপ্লাই প্ল্যান্ট স্থাপন, ২০২২ সালের ভয়াবহ বন্যাকলীন ডায়রিয়া প্রতিরোধ, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, ওরস্যালাইন, ওষুধ বিতরণ, ইপিআই ভেকসিন এবং কোভিড ভেকসিন নৌকাযোগে ওয়ার্ড পর্যায়ে বাস্তবায়ন করা হয়।

এছাড়াও সম্প্রতি অপারেশন থিয়েটার চালু, অটি লাইট, এনেস্থিসিয়া মেশিন স্থাপন, হাইড্রোলিক বেড মেরামত, এক্সরে মেশিন চালু, এ্যাম্বুলেন্স চালু, নবজাতকের জন্য রেডিয়েন্ট ওয়ারমার চালু, গর্ভবর্তী মায়েদের জন্য ইউনিয়ন ভিত্তিক মা-সমাবেশ চালু, বিনামূল্যে নরমাল ডেলিভারির ব্যবস্থা, ইমার্জেন্সীতে ২৪ ঘন্টা ইসিজি চালু, ডেঙ্গু টেষ্ট, বিনামূল্যে ডায়বেটিস ও উচ্চ রক্তচাপ চিকিৎসায় এনসিডি কর্ণার স্থাপন করা হয়েছে।
উপজেলার সুরমা ইউনিয়নের আলীপুর গ্রামের বীরমুক্তিযোদ্ধা হুমায়ুন কবীর বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবার মান বাড়লেও জনবল সঙ্কটের কারণে ভোগান্তির অন্ত নেই।

সদর ইউনিয়নের নৈনগাঁও গ্রামের সাবেক ইউপি সদস্য মোস্তফা মিয়া বলেন, আমাদের এমপি মুহিবুর রহমান মানিক ভাইয়ের আন্তরিক প্রচেষ্টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অবকাঠামোগত বেশ উন্নয়ন সাধিত হয়েছে। কিন্তু জনবল সঙ্কটের কারণে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু সালেহীন খান বলেন, ২০২২ সালের ফেব্রুয়ারিতে আমি যোগদানের পর থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যসেবার গুণগত মান উন্নীত করার চেষ্টা করেছি। কিন্তু সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হচ্ছে হাসাপাতালে জনবল সঙ্কট।
তিনি আরও বলেন, ৫০ শয্যায় উন্নীত হওয়ায় এবং জনবল সঙ্কট কাটিয়ে উঠতে পারলে প্রত্যন্ত এলাকার অধিকসংখ্যক মানুষ স্বাস্থ্যসেবার আওতায় আসবে। প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবার গুণগত মান উন্নীত করার লক্ষ্যে বর্তমান সরকারের ভূমিকা প্রশংসনীয়। বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বাস্থ্যমন্ত্রী মহোদয় এবং ছাতক-দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক মহোদয়ের আন্তরিক প্রচেষ্টায় দোয়ারাবাজার স্বাস্থ্য কমপ্লেক্সকে আধুনিকায়ন এবং ব্যাপক উন্নয়ন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

দোয়ারাবাজারে আসছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

আপডেট সময় : ১১:১০:২৮ অপরাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০২৩

 

দোয়ারাবাজার (সুনামগঞ্জ ) প্রতিনিধি:

দোয়ারাবাজারে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আসছেন। রোববার (৩০ জুলাই) সকালে তিনি ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর নতুন ভবনের উদ্বোধন করবেন। এসময় ছাতক-দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকসহ মন্ত্রী স্বাস্থ্য ব্যবস্থা পরিদর্শন শেষে এক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।
এদিকে রোববার দোয়ারাবাজারে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের আগমন কে কেন্দ্র করে সর্বস্তরের মানুষের মধ্যে ব্যাপক উৎফুল্লতা বিরাজ করছে। সাজসজ্জা করা হয়েছে পুরো হাসপাতাল এলাকা।

সার্বিক পরিস্থিতি জানতে শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে গেলে সংশ্লিষ্টরা জানান, হাসপাতালে ইতোমধ্যে কোভিডের লক্ষ্যমাত্রা পূরণ করা হয়েছে। এছাড়াও হাসাপাতালে সেন্টার অক্সিজেন সাপ্লাই প্ল্যান্ট স্থাপন, ২০২২ সালের ভয়াবহ বন্যাকলীন ডায়রিয়া প্রতিরোধ, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, ওরস্যালাইন, ওষুধ বিতরণ, ইপিআই ভেকসিন এবং কোভিড ভেকসিন নৌকাযোগে ওয়ার্ড পর্যায়ে বাস্তবায়ন করা হয়।

এছাড়াও সম্প্রতি অপারেশন থিয়েটার চালু, অটি লাইট, এনেস্থিসিয়া মেশিন স্থাপন, হাইড্রোলিক বেড মেরামত, এক্সরে মেশিন চালু, এ্যাম্বুলেন্স চালু, নবজাতকের জন্য রেডিয়েন্ট ওয়ারমার চালু, গর্ভবর্তী মায়েদের জন্য ইউনিয়ন ভিত্তিক মা-সমাবেশ চালু, বিনামূল্যে নরমাল ডেলিভারির ব্যবস্থা, ইমার্জেন্সীতে ২৪ ঘন্টা ইসিজি চালু, ডেঙ্গু টেষ্ট, বিনামূল্যে ডায়বেটিস ও উচ্চ রক্তচাপ চিকিৎসায় এনসিডি কর্ণার স্থাপন করা হয়েছে।
উপজেলার সুরমা ইউনিয়নের আলীপুর গ্রামের বীরমুক্তিযোদ্ধা হুমায়ুন কবীর বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবার মান বাড়লেও জনবল সঙ্কটের কারণে ভোগান্তির অন্ত নেই।

সদর ইউনিয়নের নৈনগাঁও গ্রামের সাবেক ইউপি সদস্য মোস্তফা মিয়া বলেন, আমাদের এমপি মুহিবুর রহমান মানিক ভাইয়ের আন্তরিক প্রচেষ্টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অবকাঠামোগত বেশ উন্নয়ন সাধিত হয়েছে। কিন্তু জনবল সঙ্কটের কারণে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু সালেহীন খান বলেন, ২০২২ সালের ফেব্রুয়ারিতে আমি যোগদানের পর থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যসেবার গুণগত মান উন্নীত করার চেষ্টা করেছি। কিন্তু সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হচ্ছে হাসাপাতালে জনবল সঙ্কট।
তিনি আরও বলেন, ৫০ শয্যায় উন্নীত হওয়ায় এবং জনবল সঙ্কট কাটিয়ে উঠতে পারলে প্রত্যন্ত এলাকার অধিকসংখ্যক মানুষ স্বাস্থ্যসেবার আওতায় আসবে। প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবার গুণগত মান উন্নীত করার লক্ষ্যে বর্তমান সরকারের ভূমিকা প্রশংসনীয়। বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বাস্থ্যমন্ত্রী মহোদয় এবং ছাতক-দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক মহোদয়ের আন্তরিক প্রচেষ্টায় দোয়ারাবাজার স্বাস্থ্য কমপ্লেক্সকে আধুনিকায়ন এবং ব্যাপক উন্নয়ন করা হয়েছে।