ঢাকা ০৩:৪৫ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আত্মসমর্পণের পর কারাগারে বিএনপি নেতা ইশরাক দুর্ঘটনার কবলে ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার অবৈধ জুস তৈরির কারখানায় অভিযান, ১০ লাখ টাকা জরিমানা দেশ এখন মগের মুল্লুকে পরিণত হয়েছে : মির্জা ফখরুল ‘ভারত-চীনকে যুক্ত করতে পারলেই রোহিঙ্গা সংকট সমাধান সম্ভব’ পাঁচবিবিতে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রেবেকা সুলতানার মিছিল ও পথসভা অনুষ্ঠিত বিরামপুরে সিনিয়র টি-২০ ক্রিকেট লীগের খেলোয়াড় বন্টন ও নিলাম অনুষ্ঠিত পাঁচবিবিতে শেষ মুহূর্তে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রেবেকা সুলতানার গণসংযোগ পাঁচবিবিতে পুকুরে মাছের পোনা অবমুক্ত করন নামাজ মুমিনের শ্রেষ্ঠ ইবাদত

নওগাঁর বদলগাছীতে প্রাইভেটকার থেকে ৭২কেজি গাঁজাসহ মাদক সম্রাট মনির গ্রেপ্তার

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৫৯:৩১ অপরাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৪
  • / ৩২০ বার পড়া হয়েছে

দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:

নওগাঁর বদলগাছীতে অভিযান চালিয়ে ৭২ কেজি গাঁজাসহ মোঃ মনির হোসেন (৪২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জয়পুরহাট র‌্যাব-৫ এর সদস্যরা। একটি প্রাইভেট কারে গাঁজাবহনের সময় বদলগাছী উপজেলার চারমাথা নামক স্থান থেকে মঙ্গলবার ২৭ ফেব্রুয়ারি গভীর রাতে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় নগদ টাকাসহ বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়। এসময় আলমগীর (৪৪) নামে ওই প্রাইভেট কারের চালক পালিয়ে গেছে। গ্রেপ্তার মনির হোসেন সিলেট জেলার জৈন্তাপুর থানার কুচরাই গ্রামের মো: মোসলেম এর পুত্র। আর পলাতক আলামগীরের বাড়ি লক্ষিপুর জেলার সদর থানার নন্দনপুর গ্রামে। আজ বুধবার ২৮ ফেব্রুয়ারি বেলা ১১ টায় নওগাঁ সার্কিট হাউজে সংবাদ সম্মেলন করে র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মোঃ শেখ সাদিক এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, র‌্যাব প্রাতিষ্ঠানিক সময় থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে অগ্রণী ভূমিকা পালন করে সকল অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় র‌্যাব-৫ এর গোয়েন্দা দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে মঙ্গলবার ২৭ ফেব্রুয়ারি দুই জন মাদক ব্যবসায়ী কুমিল্লা হতে নওগাঁর বদলগাছী এলাকায় অভিনব কায়দায় প্রাইভেট কারে গাঁজা বহন করবে। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, সিপিসি-৩ এর একটি চৌকশ আভিযানিক দল বদলগাছী উপজেলার চারমাথা নামক স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশী শুরু করে। একপর্যায়ে একটি প্রাইভেট কারে অভিনব কায়দায় লুকিয়ে ৭২ কেজি গাঁজা পরিবহনকালে গভীর রাতে মনিরকে ওই প্রাইভেট কারসহ গ্রেপ্তার করা হয়। মনির একজন চিহ্নিত মাদক সম্রাট। অপরদিকে চালক আলমগীর কৌশলে পালিয়ে যায়। প্রাইভেট কার থেকে লুকানো অবস্থায় ৭২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পাশাপাশি ২টি মোবাইল, ০৩টি সীমকার্ড ও মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ৪ হাজার টাকা উদ্ধার করা হয়।
মেজর শেক সাদিক আরও বলেন, গ্রেপ্তারকৃত মনির ও পলাতক চালক আলমগীর চিহ্নিত পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ সীমান্তবর্তী এলাকা থেকে দেশের বিভিন্ন অঞ্চলে মাদক সরবরাহ করে আসছে বলে জানা যায়। মনির প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লার সীমান্তবর্তী অঞ্চল হতে গাঁজার চালান সংগ্রহ করে আইন-শৃংখলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে প্রাইভেট কারে বহন করে গাঁজা সরবরাহ করে আসছিল। এ ব্যাপারে গ্রেপ্তারকৃত আসামীকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে বদলগাছী থানায় হস্তান্তর করেছে র‌্যাব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নওগাঁর বদলগাছীতে প্রাইভেটকার থেকে ৭২কেজি গাঁজাসহ মাদক সম্রাট মনির গ্রেপ্তার

আপডেট সময় : ০৭:৫৯:৩১ অপরাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৪

দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:

নওগাঁর বদলগাছীতে অভিযান চালিয়ে ৭২ কেজি গাঁজাসহ মোঃ মনির হোসেন (৪২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জয়পুরহাট র‌্যাব-৫ এর সদস্যরা। একটি প্রাইভেট কারে গাঁজাবহনের সময় বদলগাছী উপজেলার চারমাথা নামক স্থান থেকে মঙ্গলবার ২৭ ফেব্রুয়ারি গভীর রাতে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় নগদ টাকাসহ বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়। এসময় আলমগীর (৪৪) নামে ওই প্রাইভেট কারের চালক পালিয়ে গেছে। গ্রেপ্তার মনির হোসেন সিলেট জেলার জৈন্তাপুর থানার কুচরাই গ্রামের মো: মোসলেম এর পুত্র। আর পলাতক আলামগীরের বাড়ি লক্ষিপুর জেলার সদর থানার নন্দনপুর গ্রামে। আজ বুধবার ২৮ ফেব্রুয়ারি বেলা ১১ টায় নওগাঁ সার্কিট হাউজে সংবাদ সম্মেলন করে র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মোঃ শেখ সাদিক এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, র‌্যাব প্রাতিষ্ঠানিক সময় থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে অগ্রণী ভূমিকা পালন করে সকল অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় র‌্যাব-৫ এর গোয়েন্দা দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে মঙ্গলবার ২৭ ফেব্রুয়ারি দুই জন মাদক ব্যবসায়ী কুমিল্লা হতে নওগাঁর বদলগাছী এলাকায় অভিনব কায়দায় প্রাইভেট কারে গাঁজা বহন করবে। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, সিপিসি-৩ এর একটি চৌকশ আভিযানিক দল বদলগাছী উপজেলার চারমাথা নামক স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশী শুরু করে। একপর্যায়ে একটি প্রাইভেট কারে অভিনব কায়দায় লুকিয়ে ৭২ কেজি গাঁজা পরিবহনকালে গভীর রাতে মনিরকে ওই প্রাইভেট কারসহ গ্রেপ্তার করা হয়। মনির একজন চিহ্নিত মাদক সম্রাট। অপরদিকে চালক আলমগীর কৌশলে পালিয়ে যায়। প্রাইভেট কার থেকে লুকানো অবস্থায় ৭২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পাশাপাশি ২টি মোবাইল, ০৩টি সীমকার্ড ও মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ৪ হাজার টাকা উদ্ধার করা হয়।
মেজর শেক সাদিক আরও বলেন, গ্রেপ্তারকৃত মনির ও পলাতক চালক আলমগীর চিহ্নিত পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ সীমান্তবর্তী এলাকা থেকে দেশের বিভিন্ন অঞ্চলে মাদক সরবরাহ করে আসছে বলে জানা যায়। মনির প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লার সীমান্তবর্তী অঞ্চল হতে গাঁজার চালান সংগ্রহ করে আইন-শৃংখলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে প্রাইভেট কারে বহন করে গাঁজা সরবরাহ করে আসছিল। এ ব্যাপারে গ্রেপ্তারকৃত আসামীকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে বদলগাছী থানায় হস্তান্তর করেছে র‌্যাব।