ঢাকা ০৪:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

নাহিদুল ইসলামের কবিতা ‘বৃষ্টির সাথে কথা’

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৯:০৬:৪৯ অপরাহ্ন, রবিবার, ২ জুলাই ২০২৩
  • / ৪১৫ বার পড়া হয়েছে

 

বৃষ্টির সাথে কথা

বৃষ্টির এই একক ফোঁটার মত,
একাকী আমি,
বাণের বন্যার সাথে ভেসে চলি,
ভালবাসি নি:সঙ্গ দালান,
ঘরের শূন্যতা,
নিশীথের মুষলধারার মত,
ঝরে যাওয়া অবিরাম।

সারাদিন বৃষ্টির মত তুমি,
ঝিরিঝিরি বয়ে যাও।

চারিদিকে বিষন্ন পৃথিবী,
সবাক মেঘের মত ছেয়ে থাকো এইখানে,
একক পথের মত নির্জনতায়,
হেঁটে চলি আমি,
যেখানে রাখেনি চোখ কোনোদিন
এত এত মানুষ নাগরিক,
সেখানে থমকে থাকি,
পথের প্রান্তের সাথে মিশে থাকি,
যেখানে তাকিয়ে থাকো তুমি।

ক্লান্তির অবসাদে আকুল দৃষ্টির মত,
চেয়ে থাকি,
ডুবে থাকি আমি।

কবিঃ নাহিদুল ইসলাম
সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নাহিদুল ইসলামের কবিতা ‘বৃষ্টির সাথে কথা’

আপডেট সময় : ০৯:০৬:৪৯ অপরাহ্ন, রবিবার, ২ জুলাই ২০২৩

 

বৃষ্টির সাথে কথা

বৃষ্টির এই একক ফোঁটার মত,
একাকী আমি,
বাণের বন্যার সাথে ভেসে চলি,
ভালবাসি নি:সঙ্গ দালান,
ঘরের শূন্যতা,
নিশীথের মুষলধারার মত,
ঝরে যাওয়া অবিরাম।

সারাদিন বৃষ্টির মত তুমি,
ঝিরিঝিরি বয়ে যাও।

চারিদিকে বিষন্ন পৃথিবী,
সবাক মেঘের মত ছেয়ে থাকো এইখানে,
একক পথের মত নির্জনতায়,
হেঁটে চলি আমি,
যেখানে রাখেনি চোখ কোনোদিন
এত এত মানুষ নাগরিক,
সেখানে থমকে থাকি,
পথের প্রান্তের সাথে মিশে থাকি,
যেখানে তাকিয়ে থাকো তুমি।

ক্লান্তির অবসাদে আকুল দৃষ্টির মত,
চেয়ে থাকি,
ডুবে থাকি আমি।

কবিঃ নাহিদুল ইসলাম
সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়।