ঢাকা ০২:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

না ফেরার দেশে নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সালমান আজাদী

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৪৩:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
  • / ৩২০ বার পড়া হয়েছে
ময়মনসিংহের ত্রিশালে সড়ক দূর্ঘটনায় মারা গেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সালমান আজাদী।
২৮ মার্চ (বৃহস্পতিবার) সকাল সাড়ে দশটার দিকে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল বাজারের সামনে এ দূর্ঘটনা ঘটে।
নিহত সালমান আজাদের বাড়ি বগুড়ায়। তিনি বিশ্ববিদ্যালয়ের  (২০১৭-১৮) শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগ থেকে অনার্স সম্পন্ন করে মাস্টার্সে অধ্যয়নরত ছিলেন।
জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা শেরপুরগামী সোনার ময়না পরিবহনের বাস ইউটার্ণ নেয়ার সময় সিএনজির সাথে সংঘর্ষে শিশু সহ নিহত তিন। আহত হয়েছে আরও তিনজন। আহতদের সকলেই সিএনজির যাত্রী।
ত্রিশাল থানার তদন্ত ওসি চাঁদ মিয়া  বলেন, ‘আজ সকাল সাড়ে দশটার দিকে এ ঘটনাটি ঘটে। এতে এক শিশুকে স্থানীয় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষনা করেন এবং গুরুতর আহত আরও দুইজন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যায়। বাকিদের অবস্থাও আশঙ্কাজনক। ঘাতক বাসকে আটক করা গেলেও চালক পলাতক রয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিকেল ৫.১৫ মিনিটে ময়মনসিংহ জামিয়া ইসলামিয়া মাদরাসায় ১ম নামাজে জানাযা ও মাগরিবের পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ২য় নামাজে জানাযা’র পর বগুড়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে ফ্রিজিং লাশবাহী এম্বুলেন্স।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সৌমিত্র শেখর ও বিশ্ববিদ্যালয় প্রশাসন শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

না ফেরার দেশে নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সালমান আজাদী

আপডেট সময় : ০৭:৪৩:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
ময়মনসিংহের ত্রিশালে সড়ক দূর্ঘটনায় মারা গেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সালমান আজাদী।
২৮ মার্চ (বৃহস্পতিবার) সকাল সাড়ে দশটার দিকে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল বাজারের সামনে এ দূর্ঘটনা ঘটে।
নিহত সালমান আজাদের বাড়ি বগুড়ায়। তিনি বিশ্ববিদ্যালয়ের  (২০১৭-১৮) শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগ থেকে অনার্স সম্পন্ন করে মাস্টার্সে অধ্যয়নরত ছিলেন।
জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা শেরপুরগামী সোনার ময়না পরিবহনের বাস ইউটার্ণ নেয়ার সময় সিএনজির সাথে সংঘর্ষে শিশু সহ নিহত তিন। আহত হয়েছে আরও তিনজন। আহতদের সকলেই সিএনজির যাত্রী।
ত্রিশাল থানার তদন্ত ওসি চাঁদ মিয়া  বলেন, ‘আজ সকাল সাড়ে দশটার দিকে এ ঘটনাটি ঘটে। এতে এক শিশুকে স্থানীয় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষনা করেন এবং গুরুতর আহত আরও দুইজন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যায়। বাকিদের অবস্থাও আশঙ্কাজনক। ঘাতক বাসকে আটক করা গেলেও চালক পলাতক রয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিকেল ৫.১৫ মিনিটে ময়মনসিংহ জামিয়া ইসলামিয়া মাদরাসায় ১ম নামাজে জানাযা ও মাগরিবের পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ২য় নামাজে জানাযা’র পর বগুড়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে ফ্রিজিং লাশবাহী এম্বুলেন্স।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সৌমিত্র শেখর ও বিশ্ববিদ্যালয় প্রশাসন শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।