ঢাকা ১১:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

পাঁচবিবির বাগজানা দ্বিমুখী উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষকের ইন্তেকাল

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৪৭:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
  • / ৩২৯ বার পড়া হয়েছে

দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ

পরপারে চলে গেলেন সদা হাস্যজ্জ্বোল, সকলের প্রিয় শিক্ষক আলহাজ্ব এ টি এম রমজান আলী সরদার (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।মৃত্যু অবধারিত, একদিন মৃত্যুর কড়াল গ্রাস সবাইকেই গ্রাস করবে এতে কেনো সন্দেহ নেই এবং এ থেকে বাঁচার কোনো উপায়ও নেই। কিছু মৃত্যু ও অপ্রত্যাশিত মৃত্যু বড়ই বেদনাদায়ক।
মৃত্যুকালে প্রধান শিক্ষক আলহাজ্ব এ টি এম রমজান আলী সরদারের বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি স্ত্রীসহ ৫ ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বৃহস্পতিবার (২৮ মার্চ) দিবাগতরাত ১ টায় বার্ধক্য জনিত কারণে মৃত্যুবরণ করেন। তিনি নানা দুরারোগ্য রোগে ভক্তি ছিলেন। প্রধান শিক্ষক আলহাজ্ব এ টি এম রমজান আলী সরদার গ্রামের বাড়ি জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের কুটাহারা গ্রামে। তিনি উপজেলার বাগজানা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন।

শুক্র বার (২৯ মার্চ) বিকেল ৩টায় স্থানী বাসভবনে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়। মরহুমের জানাজায় উপজেলা ও ইউনিয়নের সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ও মাধ্যমিক শিক্ষক সমিতির শিক্ষক নেতৃবৃন্দ সহ উপজেলার বিভিন্ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়, দাখিল-ফাজিল মাদ্রাসার শিক্ষকেরা ও বন্ধু-বান্ধব ও সহকর্মীরা অংশগ্রহণ করেন। মরহুমের সহকর্মী ও কয়েকজন বাল্য বন্ধু জানান শিক্ষক এ টি এম রমজান আলী সরদার একজন অত্যন্ত অমায়িক, সদালাপী এবং সাদামনের মানুষ ছিলেন।

এদিকে এই সাবেক প্রধান শিক্ষকের মৃত্যুতে শিক্ষক সমাজ গভীর শোকাচ্ছন্ন। তার মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন বাগজানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হক।

এছাড়াও পাঁচবিবি উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নেতারা মরহুমের রূহের মাগফেরাত কামনাসহ তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

পাঁচবিবির বাগজানা দ্বিমুখী উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষকের ইন্তেকাল

আপডেট সময় : ০৯:৪৭:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ

পরপারে চলে গেলেন সদা হাস্যজ্জ্বোল, সকলের প্রিয় শিক্ষক আলহাজ্ব এ টি এম রমজান আলী সরদার (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।মৃত্যু অবধারিত, একদিন মৃত্যুর কড়াল গ্রাস সবাইকেই গ্রাস করবে এতে কেনো সন্দেহ নেই এবং এ থেকে বাঁচার কোনো উপায়ও নেই। কিছু মৃত্যু ও অপ্রত্যাশিত মৃত্যু বড়ই বেদনাদায়ক।
মৃত্যুকালে প্রধান শিক্ষক আলহাজ্ব এ টি এম রমজান আলী সরদারের বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি স্ত্রীসহ ৫ ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বৃহস্পতিবার (২৮ মার্চ) দিবাগতরাত ১ টায় বার্ধক্য জনিত কারণে মৃত্যুবরণ করেন। তিনি নানা দুরারোগ্য রোগে ভক্তি ছিলেন। প্রধান শিক্ষক আলহাজ্ব এ টি এম রমজান আলী সরদার গ্রামের বাড়ি জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের কুটাহারা গ্রামে। তিনি উপজেলার বাগজানা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন।

শুক্র বার (২৯ মার্চ) বিকেল ৩টায় স্থানী বাসভবনে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়। মরহুমের জানাজায় উপজেলা ও ইউনিয়নের সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ও মাধ্যমিক শিক্ষক সমিতির শিক্ষক নেতৃবৃন্দ সহ উপজেলার বিভিন্ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়, দাখিল-ফাজিল মাদ্রাসার শিক্ষকেরা ও বন্ধু-বান্ধব ও সহকর্মীরা অংশগ্রহণ করেন। মরহুমের সহকর্মী ও কয়েকজন বাল্য বন্ধু জানান শিক্ষক এ টি এম রমজান আলী সরদার একজন অত্যন্ত অমায়িক, সদালাপী এবং সাদামনের মানুষ ছিলেন।

এদিকে এই সাবেক প্রধান শিক্ষকের মৃত্যুতে শিক্ষক সমাজ গভীর শোকাচ্ছন্ন। তার মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন বাগজানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হক।

এছাড়াও পাঁচবিবি উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নেতারা মরহুমের রূহের মাগফেরাত কামনাসহ তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।