ঢাকা ০৪:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

বরিশাল -৪ আসনঃ পঙ্কজ নয়,শাম্মী আহম্মেদকে চায় আওয়ামী লীগ

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ১১:৪১:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩
  • / ৩৭৯ বার পড়া হয়েছে

মোঃ মশিউর রহমান সুমন, মেহেন্দিগঞ্জ, (বরিশাল)প্রতিনিধিঃ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল -৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ) আসনে বর্তমান সংসদ সদস্য পঙ্কজ দেবনাথের বদলে শাম্মী আহম্মেদকে মনোনয়ন দেওয়ার দাবি জানিয়েছেন হিজলা- মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামিলীগের নেতারা।

সোমবার(১৬অক্টোবর) বিকাল ৩টায় হিজলা উপজেলায় এক কর্মীসভায় বাংলাদেশ আওয়ামীলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডক্টর সাম্মী আহম্মেদের উপস্থিতিতে দুই উপজেলার আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ কর্মীরা এ দাবি তোলেন। এসময় পুরো সমাবেশস্থল স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে।

বক্তারা বর্তমান সংসদ সদস্য পঙ্কজ দেবনাথের সমালোচনা করে বলেন, পঙ্কজ নাথ ও তার সমর্থকেরা হিজলা -মেহেন্দিগঞ্জ দুই উপজেলার আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্চাসেবকলীগ ও ছাত্রলীগের নেতা- কর্মীদের ১০বছর ধরে হামলা -মামলা দিয়ে নির্যাতন ও নিপীড়ন করেছেন এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে নৌকা প্রতিকের বিপক্ষে প্রার্থী দিয়ে উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকাকে পরাজিত করেছেন।তাই দলের লোক এবার সাম্মী আহম্মেদকে প্রার্থী হিসেবে দেখতে চান।

সভায় মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামিলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব কামাল উদ্দিন খাঁন বলেন, আমরা সবাই ঐক্যবদ্ধ। সাম্মী আহম্মেদ মনোনয়ন পেলে তাঁকে বিজয়ী করতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।বর্তমান সংসদ সদস্য পঙ্কজ নাথের অত্যাচার থেকে দুই উপজেলার আওয়ামী লীগের নেতা- কর্মীরা মুক্তি পাবেন।

হিজলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈয়দ তানভীর আহম্মেদ বলেন, এতদিন এলাকায় আওয়ামী লীগের নেতা -কর্মীদের উপর সংসদ সদস্য পঙ্কজ নাথ ও তাঁর লোকজন যে দমন-পীড়ন করেছেন, সাম্মী আহম্মেদকে বিজয়ী করে তার দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে।

সাম্মী আহম্মেদ তাঁর বক্তব্যে কারও সমালোচনা করেননি এবং নিজে এই আসনে প্রার্থী হবেন এমন ঘোষণা ও দেননি।তিনি তার বক্তব্যে নৌকায় ভোট দেওয়ার আহূান জানান এবং গত ১৫ বছরে আওয়ামী লীগ সরকারের নানামুখী উন্নয়নের বিষয়গুলো তুলে ধরেন।

সাম্মী আহম্মেদ বলেন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও নৌকায় ভোট দিতে হবে।নৌকার বিজয় হলে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসবে আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার দেশের উন্নয়নে যে কাজ করে যাচ্ছেন, ভবিষ্যতেও সে ধারা অব্যাহত থাকবে।

হিজলা উপজেলা আওয়ামিলীগের সভাপতি সুলতান মাহমুদ টিপু কর্মীসমাবেশে সভাপতিত্ব করেন। আরও বক্তব্য রাখেন হিজলা উপজেলা আওয়ামিলীগের সহসভাপতি ও ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, বরিশাল জেলা পরিষদের সদস্য পন্ডিত শাহাবুদ্দিন, মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ সাহাব আহম্মেদ, আব্দুল লতিফ খাঁন, কাজীরহাট থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, হিজলা উপজেলা আওয়ামিলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ মাহমুদ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বরিশাল -৪ আসনঃ পঙ্কজ নয়,শাম্মী আহম্মেদকে চায় আওয়ামী লীগ

আপডেট সময় : ১১:৪১:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩

মোঃ মশিউর রহমান সুমন, মেহেন্দিগঞ্জ, (বরিশাল)প্রতিনিধিঃ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল -৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ) আসনে বর্তমান সংসদ সদস্য পঙ্কজ দেবনাথের বদলে শাম্মী আহম্মেদকে মনোনয়ন দেওয়ার দাবি জানিয়েছেন হিজলা- মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামিলীগের নেতারা।

সোমবার(১৬অক্টোবর) বিকাল ৩টায় হিজলা উপজেলায় এক কর্মীসভায় বাংলাদেশ আওয়ামীলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডক্টর সাম্মী আহম্মেদের উপস্থিতিতে দুই উপজেলার আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ কর্মীরা এ দাবি তোলেন। এসময় পুরো সমাবেশস্থল স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে।

বক্তারা বর্তমান সংসদ সদস্য পঙ্কজ দেবনাথের সমালোচনা করে বলেন, পঙ্কজ নাথ ও তার সমর্থকেরা হিজলা -মেহেন্দিগঞ্জ দুই উপজেলার আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্চাসেবকলীগ ও ছাত্রলীগের নেতা- কর্মীদের ১০বছর ধরে হামলা -মামলা দিয়ে নির্যাতন ও নিপীড়ন করেছেন এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে নৌকা প্রতিকের বিপক্ষে প্রার্থী দিয়ে উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকাকে পরাজিত করেছেন।তাই দলের লোক এবার সাম্মী আহম্মেদকে প্রার্থী হিসেবে দেখতে চান।

সভায় মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামিলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব কামাল উদ্দিন খাঁন বলেন, আমরা সবাই ঐক্যবদ্ধ। সাম্মী আহম্মেদ মনোনয়ন পেলে তাঁকে বিজয়ী করতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।বর্তমান সংসদ সদস্য পঙ্কজ নাথের অত্যাচার থেকে দুই উপজেলার আওয়ামী লীগের নেতা- কর্মীরা মুক্তি পাবেন।

হিজলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈয়দ তানভীর আহম্মেদ বলেন, এতদিন এলাকায় আওয়ামী লীগের নেতা -কর্মীদের উপর সংসদ সদস্য পঙ্কজ নাথ ও তাঁর লোকজন যে দমন-পীড়ন করেছেন, সাম্মী আহম্মেদকে বিজয়ী করে তার দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে।

সাম্মী আহম্মেদ তাঁর বক্তব্যে কারও সমালোচনা করেননি এবং নিজে এই আসনে প্রার্থী হবেন এমন ঘোষণা ও দেননি।তিনি তার বক্তব্যে নৌকায় ভোট দেওয়ার আহূান জানান এবং গত ১৫ বছরে আওয়ামী লীগ সরকারের নানামুখী উন্নয়নের বিষয়গুলো তুলে ধরেন।

সাম্মী আহম্মেদ বলেন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও নৌকায় ভোট দিতে হবে।নৌকার বিজয় হলে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসবে আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার দেশের উন্নয়নে যে কাজ করে যাচ্ছেন, ভবিষ্যতেও সে ধারা অব্যাহত থাকবে।

হিজলা উপজেলা আওয়ামিলীগের সভাপতি সুলতান মাহমুদ টিপু কর্মীসমাবেশে সভাপতিত্ব করেন। আরও বক্তব্য রাখেন হিজলা উপজেলা আওয়ামিলীগের সহসভাপতি ও ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, বরিশাল জেলা পরিষদের সদস্য পন্ডিত শাহাবুদ্দিন, মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ সাহাব আহম্মেদ, আব্দুল লতিফ খাঁন, কাজীরহাট থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, হিজলা উপজেলা আওয়ামিলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ মাহমুদ প্রমুখ।