ঢাকা ১১:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

সাতক্ষীরায় খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির অনশন

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৪৬:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩
  • / ৩৪৪ বার পড়া হয়েছে

হাবিবুর রহমান সোহাগ সাতক্ষীরা প্রতিনিধি :

সাতক্ষীরায় খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে অনশন কর্মসূচি পালন করেছে বিএনপি। শনিবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে শহরের ইটাগাছা হাটের মোড়ে জেলা বিএনপির আয়োজনে এ অনশন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সদস্যসচিব ইউপি চেয়ারম্যান মো. আব্দুল আলিম।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী খালেদা জিয়া জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। তাকে বিনা দোষে আটকে রাখা হয়েছে। কোনো শর্ত ছাড়া অবিলম্বে তাকে মুক্তি দিয়ে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি জানাই।’

তিনি আরও বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনেই অনুষ্ঠিত হবে। আমরা আপসে রাজি নই। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে ছাড়া বিএনপি নির্বাচনে অংশ নেবে না। তা না হলে এ দেশের জনগণকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তুলব।’

সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হবির সভাপতিত্বে ও পৌর বিএনপির আহ্বায়ক মো. শের আলীর সঞ্চালনায় অনশন কর্মসূচিতে বক্তব্য দেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. নূরুল ইসলাম, কলারোয়া উপজেলার বিএনপির সহসভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মো. আব্দুর রশীদ, কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সাবেক ইউপি চেয়ারম্যান ইবাদুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান ভুট্টো, সাংগঠনিক সম্পাদক প্রভাষক আনারুল ইসলাম, ডাকসুর সাবেক মিলনায়তন সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকী, শ্রমিক দলের সভাপতি মো. আব্দুস সামাদ, জেলা জাসাসের আহ্বায়ক শেখ জিল্লুর রহমান, সদস্যসচিব ফারুক হোসেন, মৎস্যজীবী দলের সাইফুল ইসলাম বাবু, কৃষক দলের রবিউল ইসলাম, মো. আজিজুর রহমান সেলিম, ইসমাইল হোসেন নিরব প্রমুখ।

খালেদা জিয়ার মুক্তির দাবিতে সাতক্ষীরায় বিএনপির অনশন ১২ দলীয় জোটের গণঅনশন / অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে পাঠানোর দাবি কর্মসূচিতে বিএনপির নেতাকর্মীদের

পানি পান করিয়ে অনশন ভাঙান সাতক্ষীরার আশাশুনি উপজেলা বিএনপির নেতা বীর মুক্তিযোদ্ধা বাবুল মিয়া।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সাতক্ষীরায় খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির অনশন

আপডেট সময় : ০৪:৪৬:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩

হাবিবুর রহমান সোহাগ সাতক্ষীরা প্রতিনিধি :

সাতক্ষীরায় খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে অনশন কর্মসূচি পালন করেছে বিএনপি। শনিবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে শহরের ইটাগাছা হাটের মোড়ে জেলা বিএনপির আয়োজনে এ অনশন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সদস্যসচিব ইউপি চেয়ারম্যান মো. আব্দুল আলিম।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী খালেদা জিয়া জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। তাকে বিনা দোষে আটকে রাখা হয়েছে। কোনো শর্ত ছাড়া অবিলম্বে তাকে মুক্তি দিয়ে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি জানাই।’

তিনি আরও বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনেই অনুষ্ঠিত হবে। আমরা আপসে রাজি নই। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে ছাড়া বিএনপি নির্বাচনে অংশ নেবে না। তা না হলে এ দেশের জনগণকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তুলব।’

সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হবির সভাপতিত্বে ও পৌর বিএনপির আহ্বায়ক মো. শের আলীর সঞ্চালনায় অনশন কর্মসূচিতে বক্তব্য দেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. নূরুল ইসলাম, কলারোয়া উপজেলার বিএনপির সহসভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মো. আব্দুর রশীদ, কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সাবেক ইউপি চেয়ারম্যান ইবাদুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান ভুট্টো, সাংগঠনিক সম্পাদক প্রভাষক আনারুল ইসলাম, ডাকসুর সাবেক মিলনায়তন সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকী, শ্রমিক দলের সভাপতি মো. আব্দুস সামাদ, জেলা জাসাসের আহ্বায়ক শেখ জিল্লুর রহমান, সদস্যসচিব ফারুক হোসেন, মৎস্যজীবী দলের সাইফুল ইসলাম বাবু, কৃষক দলের রবিউল ইসলাম, মো. আজিজুর রহমান সেলিম, ইসমাইল হোসেন নিরব প্রমুখ।

খালেদা জিয়ার মুক্তির দাবিতে সাতক্ষীরায় বিএনপির অনশন ১২ দলীয় জোটের গণঅনশন / অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে পাঠানোর দাবি কর্মসূচিতে বিএনপির নেতাকর্মীদের

পানি পান করিয়ে অনশন ভাঙান সাতক্ষীরার আশাশুনি উপজেলা বিএনপির নেতা বীর মুক্তিযোদ্ধা বাবুল মিয়া।